Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইন স্বাধীন হয় ১৫ আগস্ট অথচ জাতীয় দিবস ১৬ ডিসেম্বর; কেন?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১২:১৪

বাহরাইন স্বাধীন হয় ১৫ আগস্ট অথচ জাতীয় দিবস ১৬ ডিসেম্বর; কেন?

বাহরাইন ছিল দীর্ঘদিন ব্রিটিশ প্রভাবাধীন। ১৯শ শতকে একাধিক সন্ধি চুক্তির মাধ্যমে যুক্তরাজ্য দেশটির প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্কের দায়িত্ব নেয়। তবে ১৯৭১ সালের ১৫ আগস্ট বাহরাইন আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে এবং একটি সাংবিধানিক রাজতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। দেশটির শাসনভার তখন থেকেই আল-খলিফা পরিবারের হাতে, যারা ১৭৮৩ সাল থেকে বাহরাইনের রাজনীতিতে সক্রিয়।

বাহরাইন প্রকৃত স্বাধীনতা পেয়েছিল ১৫ আগস্ট ১৯৭১-এ, যখন তারা ব্রিটিশ উপনিবেশিক শাসনের বাইরে আসে। তবে তারা ওই দিনটিকে জাতীয়ভাবে উদযাপন করে না।

এর কারণ হলো ১৫ আগস্টে স্বীকৃতি পাওয়া সত্ত্বেও ব্রিটিশ সৈন্য ও প্রশাসনিক শক্তি পুরোপুরি ১৯৭১ সালের ডিসেম্বর ১৫-এ প্রত্যাহার করে । ১৬ ডিসেম্বর হলো প্রথম এমির, শাহ ইসা বিন সালমান আল খলিফার সিংহাসনে আরোহণের দিন, যা বাহরাইনের প্রকৃত সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতার সূচনা হিসেবে গণ্য হয়।

তাই বাহরাইনের জন্য ১৬ ডিসেম্বর শুধু রাজতন্ত্রের শুরু নয়, বরং তাদের নিজস্ব সার্বভৌম জাতির ‘প্রকৃত’ ইতিহাসের প্রতীক, যা তারা জাতীয় দিবস হিসেবে পালন করে।

মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট

Logo