বাহরাইনের অর্থমন্ত্রীর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৯:৩৬

বাহরাইনের অর্থমন্ত্রী শেখ সালমান বিন খলিফা আল খলিফার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসি। ৯ জুলাই অর্থমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নসহ ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ প্রসারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
পরবর্তী সময়ে বাহরাইনের অর্থমন্ত্রী রাষ্ট্রদূতের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন এবং বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
তথ্যসূত্র: বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস