Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ৯ জুলাই

মালয়েশিয়ায় ৩৯৪ জন বাংলাদেশির পাসপোর্ট জব্দ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৭:২৮

মালয়েশিয়ায় ৩৯৪ জন বাংলাদেশির পাসপোর্ট জব্দ

১। মালয়েশিয়ায় অবৈধ বিদেশি কর্মীদের নিয়োগ বাণিজ্যের অভিযোগে ৩৯৪ জন বাংলাদেশির পাসপোর্ট জব্দ করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। নিউ স্ট্রেইট টাইমস তাদের রিপোর্টে আরো জানিয়েছে, অভিযানে ছয়জন ইন্দোনেশিয়ান, দুইজন ভারতীয়, ৯ জন পাকিস্তানি এবং একজন ফিলিপাইনের নাগরিকেরও পাসপোর্ট জব্দ করা হয়েছে। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, ২০২৩ সাল থেকে এই বছর পর্যন্ত ২,৩৬৮ জন নিয়োগকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব নিয়োগকর্তা প্রায়ই সস্তা শ্রমের প্রলোভনে এবং অবৈধ এজেন্টদের মাধ্যমে কর্মীদের সরবরাহ করে। এ জন্য প্রত্যেক কর্মীর কাছ থেকে ৮ হাজার রিংগিত পর্যন্ত নেওয়া হতো। জাকারিয়া বলেন, অনেক কালো তালিকাভুক্ত নিয়োগকর্তা যথাযথ পদ্ধতি এড়িয়ে এবং সিস্টেমের ফাঁকফোকর কাজে লাগিয়ে শ্রমিক সরবরাহের জন্য অবৈধ এজেন্ট বা সিন্ডিকেট ব্যবহার করছে। সূত্র: নিউ স্ট্রেইট টাইমস 

২। মালয়েশিয়ায় ১০ দিনের মধ্যে প্রবাসী কর্মীদের চাকরির অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বার্নামারের খবরে আরো বলা হয়েছে, এই অনুমোদন হবে নতুন সমন্বিত প্ল্যাটফর্মের মাধ্যমে। সম্প্রতি দেশটির মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রী আরো জানিয়েছেন, আগে চাকরির অনুমোদনের কাজটি করতে ৪০ দিন সময় লাগত। নিয়োগকর্তাদের এখন কেবল একটি প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে, যার ফলে আবেদন প্রক্রিয়া দ্রুত এবং সহজ হবে। সমস্ত তথ্য এবং নথি সরাসরি অফিসিয়াল সিস্টেম থেকে সংগ্রহ করা হয়, ফলে জালিয়াতির ঝুঁকি হ্রাস পায়। সূত্র: বার্নামার   

৩। বুধবার বিকেলে পেনাংয়ের জালান মায়াং পাসিরের পাশে সানশাইন স্কয়ার শপিং কমপ্লেক্সে আগুন লেগে ৪০ শতাংশ স্টোরেজ এলাকা ছাই হয়ে গেছে। রাজ্যের ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১.১০ মিনিটে পাঁচতলা কমপ্লেক্সে আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে একটি দল পাঠানো হয়েছে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও শপিং মলটির স্টোরেজ এলাকা মারাত্মকভাবে পুড়ে যায়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। সূত্র: নিউ স্ট্রেইট টাইমস্ 

Logo