Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় বিশ্ব পর্যটন দিবস ২০২৫

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৯:৪২

মালয়েশিয়ায় বিশ্ব পর্যটন দিবস ২০২৫

মালয়েশিয়ার ঐতিহাসিক শহর মেলাকা আগামী ২৭-২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিশ্ব পর্যটন দিবস (World Tourism Day - WTD) এবং বিশ্ব পর্যটন সম্মেলন (World Tourism Conference - WTC) আয়োজন করতে যাচ্ছে। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO), মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয় (MOTAC) এবং মেলাকা রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মেলাকা একটি UNESCO ঘোষিত বিশ্ব ঐতিহ্য শহর, যার সমৃদ্ধ ইতিহাস, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং আধুনিক উদ্ভাবনের সম্মিলন রয়েছে। এই শহরকে বেছে নেওয়ার মাধ্যমে মালয়েশিয়া টেকসই পর্যটন উন্নয়নে নিজেদের অঙ্গীকার তুলে ধরছে।

এই বছরের থিম “Tourism & Sustainable Transformation”, যার মাধ্যমে SDG-2030 লক্ষ্য অর্জনে পর্যটনের ভূমিকা, উদ্ভাবন, অন্তর্ভুক্তি এবং পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হবে।

এই সম্মেলনে অংশ নেবেন-

- আন্তর্জাতিক পর্যটন মন্ত্রী ও নীতিনির্ধারক

- পর্যটন খাতের বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও গবেষক

- মিডিয়া প্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠন

- প্রায় ৩,০০০ জন অংশগ্রহণকারী আশা করা হচ্ছে

এই আয়োজনের ফলে মেলাকার স্থানীয় ব্যবসা ও হোটেল খাতে বড় ধরনের অর্থনৈতিক প্রবাহ আসবে, Visit Malaysia Year 2026-এর প্রচারণা জোরদার হবে, মালয়েশিয়ার পর্যটন খাতে আন্তর্জাতিক বিনিয়োগ ও অংশীদারিত্ব বাড়বে বলে আশা করছে মালয়েশিয়ান সরকার।

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি বলেছেন, “এই আয়োজন শুধু সময়োপযোগী নয়, বরং দূরদর্শী পদক্ষেপ, যা মালয়েশিয়াকে বৈশ্বিক পর্যটন মানচিত্রে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করবে”।

তথ্যসূত্র: দ্য সান, মালয়েশিয়া

Logo