সৌদি আরবে এখন থেকে প্রবাসীরাও কিনতে পারবেন সম্পত্তি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৯:০৪

সৌদি আরবের মন্ত্রিসভা ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে বিদেশি নাগরিকদের জন্য সম্পত্তি মালিকানার নতুন আইন অনুমোদন করেছে। এই আইন ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এবং এটি সৌদি আরবের Vision 2030-এর অংশ হিসেবে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও অর্থনৈতিক বৈচিত্র্য বৃদ্ধির লক্ষ্যে নেওয়া হয়েছে।
নতুন আইন অনুযায়ী, বিদেশিরা রিয়াদ, জেদ্দা ও অন্যান্য নির্ধারিত অঞ্চলে সম্পত্তি কিনতে পারবেন। তবে মক্কা ও মদিনায় মালিকানা পেতে বিশেষ শর্ত পূরণ করতে হবে, যা ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব বিবেচনায় নির্ধারিত হবে।
Real Estate General Authority (REGA) নির্ধারণ করবে কোন কোন অঞ্চলে বিদেশিরা সম্পত্তি কিনতে পারবেন এবং আইন বাস্তবায়নের জন্য ১৮০ দিনের মধ্যে নির্বাহী বিধিমালা প্রকাশ করা হবে। এই বিধিমালাগুলো Istitaa পাবলিক প্ল্যাটফর্মে প্রকাশিত হবে, যেখানে সাধারণ মানুষ মতামত দিতে পারবেন।
মন্ত্রিসভার বিবৃতিতে বলা হয়েছে, এই আইন আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য বাজার উন্মুক্ত করবে, একই সঙ্গে নিয়ন্ত্রিত প্রক্রিয়া ও ভৌগোলিক সীমাবদ্ধতার মাধ্যমে বাজার স্থিতিশীলতা নিশ্চিত করবে।
এই পদক্ষেপ সৌদি আরবের আবাসন, নির্মাণ ও অবকাঠামো খাতে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: সৌদি গেজেট