Logo
×

Follow Us

বাংলাদেশ

কম টাকায় বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে আমিরাত, কিন্তু কত টাকায়?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৮:০৯

কম টাকায় বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে আমিরাত, কিন্তু কত টাকায়?

সংযুক্ত আরব আমিরাত (UAE) সম্প্রতি নতুন নমিনেশনভিত্তিক গোল্ডেন ভিসা চালু করেছে, যা সম্পত্তি কেনা বা ট্রেড লাইসেন্স ছাড়াই দীর্ঘমেয়াদি আবাসনের সুযোগ দিচ্ছে। এই উদ্যোগ মূলত ভারত ও বাংলাদেশি নাগরিকদের জন্য পরীক্ষামূলকভাবে চালু হয়েছে, যা ভবিষ্যতে আরো দেশেও সম্প্রসারিত হতে পারে।

এই নতুন ভিসা পেতে একজন আবেদনকারীকে এককালীন ১ লাখ আরব আমিরাত দিনার (প্রায় ৩৩.৩ লাখ টাকা) ফি দিতে হবে। বিনিয়োগভিত্তিক পুরনো গোল্ডেন ভিসার মতো এই ভিসা সম্পত্তি বিক্রি বা ব্যবসা বন্ধ হলেও বাতিল হবে না, বরং আজীবনের জন্য বৈধ থাকবে।

কে পেতে পারেন এই ভিসা?

নতুন গোল্ডেন ভিসার আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন—

- শিক্ষক, নার্স, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয় শিক্ষক, স্কুল প্রিন্সিপাল

- ইউটিউবার, পডকাস্টার, ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর

- ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন নার্স

- ই-স্পোর্টস পেশাজীবী (২৫ বছরের বেশি বয়সী)

- লাক্সারি ইয়ট মালিক ও মেরিটাইম এক্সিকিউটিভ

আবেদন প্রক্রিয়া

আবেদনকারীদের অ্যান্টি-মানি লন্ডারিং, অপরাধমূলক রেকর্ড ও সামাজিক অবদান যাচাই করা হবে। এরপর Rayad Group আবেদনটি UAE সরকারের কাছে পাঠাবে, যারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

One VASCO সেন্টার, Rayad Group-এর অফিস, অনলাইন পোর্টাল অথবা কল সেন্টার থেকে দুবাই সফর ছাড়াই নিজ দেশ থেকেই আবেদন করা সম্ভব।

পারিবারিক সুবিধা

এই ভিসার মাধ্যমে আবেদনকারী স্বামী/স্ত্রী, সন্তান (ছেলে ২৫ বছর পর্যন্ত, মেয়ের ক্ষেত্রে বয়সসীমা নেই), বাবা-মা, নবজাতক ও গৃহকর্মী— সবাইকে স্পন্সর করতে পারবেন। এমনকি কোনো অতিরিক্ত বিনিয়োগ ছাড়াই পরিবারকে নিয়ে বসবাস করা যাবে।

এই ভিসা UAE-কে বিশ্বব্যাপী দক্ষ পেশাজীবী ও সৃজনশীলদের জন্য আরো আকর্ষণীয় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করছে।

তথ্যসূত্র: এনডিটিভি

Logo