Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১০ জুলাই

ড. মাহাথির পালন করছেন ১০০তম জন্মদিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৭:৪৮

ড. মাহাথির পালন করছেন ১০০তম জন্মদিন

১। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ ১০ জুলাই তার ১০০তম জন্মদিন পালন করছেন। নিউ স্ট্রেইট টাইমস তাদের রিপোর্টে লিখেছে, শততম জন্মদিনে ড. মাহাথির  বলেছেন, ক্ষমতায় ছিলেন এই বলে তিনি স্মরণীয় হতে চান না বরং তিনি তার জাতির জন্য কী করেছেন, সেটাই যেন লোকে মনে রাখে। আরো বলেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সংকল্প তার ছিল না, বরং এটা ছিল একটি পরিস্থিতি আর সময়ের সম্মিলনের ফসল।  

ড. মাহাথির মোহাম্মদ ১৯২৫ সালে ১০ জুলাই দেশটির কেদাহতে জন্ম নেন। প্রথম দফায় ১৯৮১-২০০৩; ২২ বছর তিনি মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী ছিলেন, পরে আবার ২০১৮-২০২০ সালে দ্বিতীয় দফা প্রধানমন্ত্রী হন।   

তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে, দেশটির পুরনো সংবাদ মাধ্যম নিউ স্ট্রেইট টাইমস এক নিবন্ধে লিখেছে, মালয়েশিয়ায় ওপর ড. মাহাথিরের রয়েছে গভীর প্রভাব। দেশটির নীতি, অবকাঠামো বিনির্মাণই নয়; একটি জাতির গঠন, নেতৃত্ব, উন্নয়ন এমনকি ভিন্নমত থাকলেও একটি জাতি কীভাবে চিন্তা করে এসব নানান বিষয়ে ড. মাহাথিরের প্রভাব অসামান্য। ১০০ বছর বয়সেও তার উচ্চারিত প্রতিটি শব্দই শিরোনাম, আলোড়ন হয়। সূত্র: নিউ স্ট্রেইট টাইমস

২। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের বিষয়ে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। নিউ স্ট্রেইট টাইমস তাদের খবরে লিখেছে, ১০ জুলাই এক অনুষ্ঠানে আনোয়ার ইব্রাহিম বৈঠকের বিষয়ে বলেছেন আমেরিকার শুল্কারোপ নিয়ে তারা আলোচনা করেছেন। এমন বৈঠককে উপকারী বলে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, ওয়াশিংটনের বাণিজ্য শুল্ক পর্যালোচনার জন্য আলোচনার পথ এখনো খোলা আছে। আমেরিকা মনে করে, অঞ্চলটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাণিজ্যের স্বার্থেই মালয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ দেশ। ফলে যুক্তরাষ্ট্র মালয়েশিয়ার মতামত গুরুত্বের সাথে নেবে। বৈঠকে গাজার গণহত্যা এবং নৃশংসতা বন্ধের বিষয়ে জোর দেন আনোয়ার ইব্রাহিম। এ সময় রুবিও আশাবাদ জানান, গাজায় যুদ্ধ বিরতি হবে। সূত্র: নিউ স্ট্রেইট টাইমস

Logo