Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৬ জুলাই, ২০২৫

৮ হাজার ৫১ আইন ভঙ্গকারীকে দেশ থেকে বের করে দিয়েছে সৌদি আরব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৫:৫৬

৮ হাজার ৫১ আইন ভঙ্গকারীকে দেশ থেকে বের করে দিয়েছে সৌদি আরব

সৌদি আরব

আইন লঙ্ঘনের অভিযোগে ৮ হাজার ৫১ জন বাসিন্দাকে দেশ থেকে বের করে দিয়েছে সৌদি আরব। সৌদি গেজেট বলছে, তাদের মধ্যে ৮০ শতাংশ ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। এছাড়া ২৬ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এসব অবৈধদের সাহায্য করার অভিযোগ। এদের মধ্যে ১০ হাজার ৭৪৬ জন বসবাসের আইন, ৪ হাজার ৩৬২ জন বর্ডার আইন ও ২ হাজার ৭৫৫ জন লেবার আইন ভাঙার দায়ে অভিযুক্ত। সূত্র: সৌদি গেজেট


বাহরাইন

গোটা বাহরাইনে শক্তিশালী ঝোড়ো বাতাসের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। ৬ জুলাইও তা জারি থাকবে বলে জানানো হয়েছে। দেশটির নাগরিক ও বাসিন্দাদের এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে, বিশেষত যারা উপকূলীয় এলাকায় বসবাস করেন।

এদিকে, হামালা এলাকায় একটি ওয়্যারহাউসে বড় ধরনের আগুনের ঘটনা ঘটেছে। একটি গাড়ির গ্যারেজ থেকে আগুনের শুরুর পরে তা ছড়িয়ে পড়ে ওয়্যারহাউসে। ১৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সূত্র: নিউজ অব বাহরাইন


আরব আমিরাত 

আমিরাতের আবুধাবির উপকূলীয় এলাকায় ধূলিঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। ধূলিঝড়ের কারণে হাবসান, লিওয়া, আসাব ও হামিম এলাকায় এই পূর্বাভাস প্রযোজ্য হবে। রোববার রাত ৮টা পর্যন্ত চলবে এই ধূলিঝড়, যার কারণে দৃষ্টিসীমা কমে আসবে ২ হাজার মিটারে। সূত্র: গালফ নিউজ

Logo