Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৫ জুলাই ২০২৫

কুয়েত সরকার পর্যটক, পরিবার, ব্যবসা ও সরকারি ভিসা সহজ করেছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৭:১৬

কুয়েত সরকার পর্যটক, পরিবার, ব্যবসা ও সরকারি ভিসা সহজ করেছে

সৌদি আরব

সৌদি কাস্টমস জেদ্দা বন্দর দিয়ে ৬ লাখ ৪৬ হাজার ক্যাপ্টাগন মাদক চোরাচালানের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। সৌদি জাকাত, ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষের মুখপাত্র জানিয়েছেন, মাদকগুলো খাদ্যদ্রব্য হিসেবে ঘোষিত একটি চালানে লুকানো ছিল, বিশেষ করে ফাভা বিনের মধ্যে। স্ট্যান্ডার্ড কাস্টমস তল্লাশি প্রক্রিয়ায় আধুনিক নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করলে এই চোরাচালান ধরা পড়ে। মাদক চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। কর্তৃপক্ষ আমদানি-রপ্তানিতে কাস্টমস নিয়ন্ত্রণ আরো কঠোর করার প্রতিশ্রুতি দিয়েছে, যাতে সব ধরনের চোরাচালান প্রতিরোধ করা যায়। সূত্র: সৌদি গেজেট

কুয়েত

কুয়েত সরকার পর্যটক, পরিবার, ব্যবসা ও সরকারি ভিসা সহজ করেছে। চালু হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে ই-ভিসা। ফলে কুয়েতে বসবাসরত প্রবাসীরা তাদের আত্মীয়স্বজনকে দেশটিতে আমন্ত্রণ জানাতে পারবেন। সে ক্ষেত্রে পারিবারিক ভিসার মেয়াদ হবে ১ মাস। আর ট্যুরিস্ট ভিসার মেয়াদ হবে তিন মাস। নতুন ই-ভিসা প্ল্যাটফর্মে ভ্রমণকারী ও প্রবাসীদের প্রবেশ প্রক্রিয়া আরো সহজ ও দ্রুততর করবে বলে মনে করছে সরকার। এই সপ্তাহে চালু হওয়া এই ই-ভিসা সিস্টেম দেশটির ডিজিটাল অবকাঠামোকে আধুনিকায়ন এবং পর্যটন, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার কেন্দ্র হিসেবে কুয়েতকে আরো আকর্ষণীয় করে তুলবে বলে মনে করা হচ্ছে। সূত্র: গালফ নিউজ

বাহরাইন

বাহরাইনের রাজধানী মানামার জিদ আলি এলাকায় এক দোকানে আগুনের ঘটনা ঘটেছে। দেশটির সিভিল ডিফেন্সের সহায়তায় তা নেভানো সম্ভব হয়েছে। আগুনে দোকানের ক্ষয়ক্ষতি হলেও কারো আহত বা মারা যাওয়ার ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ জানতে তদন্ত কমিটি কাজ করছে। সূত্র: নিউজ অব বাহরাইন

আরব আমিরাত

আমিরাতের বাজারে এক কেজি ওজনের পেঁয়াজের দেখা মিলেছে। খালিজ টাইমস বলছে, পেঁয়াজগুলো একেকটি শিশুর মাথার আকারের। দুবাইয়ের আল আওয়ার মার্কেটে ক্রেতা ও রেস্তোরাঁ মালিকদের নজর কেড়েছে। প্রতি কেজি ২.৫ দিরহাম দামে বিক্রিও হচ্ছে। বিক্রেতারা বলছেন, চীন থেকে আমদানি করা এত বড় পেঁয়াজ তারা আগে কখনো দেখেননি। বিক্রেতারা আরো জানিয়েছেন, সাধারণ পেঁয়াজ থেকে কিছুটা ভিন্ন এটি একটু মিষ্টি স্বাদের। এই পেঁয়াজের তেমন ঝাঁজ নেই, কাটলে চোখ দিয়ে পানি ঝরে না। তারা বলছেন, এটা সালাদে ভালো স্বাদ দেয় এবং গ্রেভির জন্যও ভালো কাজ করে। সূত্র: খালিজ টাইমস

Logo