সংযুক্ত আরব আমিরাতে আজীবন গোল্ডেন ভিসা নিয়ে গুজব

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১০:৩৪

সংযুক্ত আরব আমিরাতের Federal Authority for Identity, Citizenship, Customs and Port Security (ICP) সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, কিছু দেশীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রচারিত আজীবন গোল্ডেন ভিসা-সংক্রান্ত খবর ভিত্তিহীন। তারা স্পষ্টভাবে বলেছে, কোনো নির্দিষ্ট জাতীয়তার জন্য আজীবন গোল্ডেন ভিসা দেওয়ার কোনো আইনি বিধান নেই।
ICP জানিয়েছে, গোল্ডেন ভিসার শ্রেণিবিন্যাস, শর্তাবলি ও মেয়াদ সংজ্ঞায়িত করা হয়েছে সরকারি আইন, অধ্যাদেশ ও মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী। ভিসা-সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে ICP-এর অফিসিয়াল ওয়েবসাইট ও স্মার্ট অ্যাপে। তারা জোর দিয়ে বলেছে, সব আবেদন শুধু সরকারি চ্যানেলের মাধ্যমে গ্রহণযোগ্য এবং কোনো অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানকে অনুমোদিত কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।
এই বিবৃতি এসেছে এমন সময়, যখন বিদেশি কিছু পরামর্শক প্রতিষ্ঠান দাবি করছে, ১ লাখ দিরহাম ফি দিয়ে simplified শর্তে আজীবন গোল্ডেন ভিসা পাওয়া যাবে, বিশেষ করে ভারত ও বাংলাদেশি নাগরিকদের জন্য। ICP বলেছে, এই দাবিগুলোর কোনো আইনি ভিত্তি নেই এবং সরকারের সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই এসব প্রচারণা চালানো হয়েছে।
ICP আরো জানিয়েছে, ভুয়া তথ্য ছড়ানো ও মানুষের আবাসনের আশাকে পুঁজি করে অর্থ আদায়ের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারা সবাইকে অনুরোধ করেছে, ভিসা-সংক্রান্ত যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ICP-এর অফিসিয়াল ওয়েবসাইট বা ২৪ ঘণ্টা খোলা কল সেন্টার (600522222) থেকে তথ্য যাচাই করতে।
এই বিবৃতি UAE সরকারের স্বচ্ছতা, নিরাপত্তা ও আইনি জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকারের অংশ। গোল্ডেন ভিসা নিয়ে আগ্রহী ব্যক্তিদের অফিসিয়াল চ্যানেল ছাড়া অন্য কোনো উৎসে আবেদন না করার আহ্বান জানানো হয়েছে।
তথ্যসূত্র: গালফ নিউজ