Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৭ জুলাই ২০২৫

স্ক্যামারদের বিষয়ে সতর্ক থাকতে বলেছে দুবাই পুলিশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৩:১৬

স্ক্যামারদের বিষয়ে সতর্ক থাকতে বলেছে দুবাই পুলিশ

সৌদি আরব

প্রবাসী কর্মীদের জন্য দক্ষতাভিত্তিক ওয়ার্ক পারমিট চালু করেছে সৌদি আরব। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, এই ব্যবস্থায় প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট তিনটি প্রধান শ্রেণিতে ভাগ করা হয়েছে। প্রথমটি উচ্চ দক্ষতা, দক্ষ এবং সাধারণ। এই মানদণ্ড অনুযায়ী পয়েন্টভিত্তিক স্কোরিং সিস্টেম চালু হয়েছে, যেখানে কোনো শ্রমিক যদি একটি মানদণ্ডে কম স্কোর করেন, অন্য মানদণ্ডে বেশি স্কোর করে তা পূরণ করতে পারবেন। উচ্চ অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও উচ্চ দক্ষতা ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়া সম্ভব। শ্রমবাজারে কর্মীদের দক্ষতা দেখে নিয়োগ, যোগ্যতা যাচাই, বেতন ঠিক করার মতো কাজ সহজ হবে। বর্তমান কর্মীদের জন্য ১৮ জুন ২০২৫ থেকে শ্রেণিবিন্যাস এবং ৬ জুলাই ২০২৫ থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়েছে। নতুন আগত শ্রমিকদের জন্য ৩ আগষ্ট ২০২৫ থেকে এই শ্রেণিবিন্যাস কার্যকর হবে। সূত্র: সৌদি গেজেট

সংযুক্ত আরব আমিরাত

দুবাই পুলিশ দেশটির জনগণকে একটি আর্থিক প্রতারণার সাথে যুক্ত স্ক্যামারদের বিষয়ে সতর্ক থাকতে বলেছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, কেউ যদি ফোন করে দাবি করে যে, আপনার অ্যাকাউন্টে ভুল করে টাকা চলে গেছে এবং তারা যদি তা ফেরত চায় তাহলেই বুঝতে হবে তারা প্রতারক। দুবাই পুলিশের অ্যান্টি-ফ্রড সেন্টারের মতে, অপরাধীরা প্রায়ই এই কৌশলটি ব্যবহার করে প্রবাসী বা নাগরিকদের কষ্টের টাকা হাতিয়ে নিচ্ছে। দুবাই পুলিশ বলছে,  এমন টাকা এলে সেই টাকা ধরা যাবে না, কারো কাছে পাঠানোও যাবে না। ফোন করতে হবে পুলিশকে। সূত্র: গালফ নিউজ

ওমান

মধ্যপ্রাচ্যের সবচেয়ে কম খরচের দেশ হিসেবে শীর্ষে উঠে এসেছে ওমান। গালফ নিউজের খবরে বলা হয়েছে, নিম্বো নামের প্ল্যাটফর্ম থেকে এক জরিপে এই তথ্য উঠে এসেছে। তাতে আরো বলা হয়েছে, ওমানে বাড়ি ভাড়া, খাবার-দাবার ও জীবন ধারণের খরচ মধ্যপ্রাচ্যের অন্য সব দেশ থেকে কম। যার কারণে দেশটির মানুষের জীবনধারণ, মান ও খরচের মধ্যে একটা ভারসাম্য থাকছে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাহরাইন। আর সবচেয়ে বেশি খরচের দেশ হিসেবে তালিকায় প্রথম সংযুক্ত আরব আমিরাত ও দ্বিতীয় সর্বোচ্চ খরচের দেশ সৌদি আারব। সূত্র: গালফ নিউজ 

কুয়েত

কুয়েতের বাজারে সোনার নাম বাড়ছে। কুয়েত টাইমসের খবরে বলা হয়েছে, বিশ্বব্যাপী অর্থনৈতিক ও রাজনৈতিক টেনশন বাড়ার কারণে সোনার দামের এমন প্রবণতা দেখা যাাচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতি নিয়ে উদ্বেগকে সোনার দাম বাড়ার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ ৩.৪ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়বে। তখন মার্কিন ডলারের চাপ বাড়বে, বিনিয়োগকারীরা বাজারের অনিশ্চয়তা দেখে, সোনা কেনার দিকে ঝুঁকে পড়বে। ফলে সোনার দাম বাড়তেই থাকবে। 

বাহরাইন

ধর্মীয় মর্যাদা ও শান্তিপূর্ণভাবে পবিত্র আশুরা পালন করায় দেশটির জনগণ ও বাসিন্দাদের প্রশংসা এবং ধন্যবাদ দিয়েছেন দেশটির রাজা হামাদ বিন ইসা আর খলিফা ও দেশটির প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা। দেশটির দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, দেশটির মানুষের ঐক্য এবং ধর্মীয় মূল্যবোধের কারণেই তা সম্ভব হয়েছে। এ বছরের আশুরার আয়োজনকে জনগণের শৃঙ্খলাবোধ ও সম্প্রীতির সর্বোত্তম নজির হিসেবে দেখা হচ্ছে। সূত্র: দ্য ডেইলি ট্রিবিউন

Logo