সৌদি আরবের ভিন্ন শহরে কনস্যুলেট সেবা দেবে বাংলাদেশ দূতাবাস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৮:৪৭

সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের কনস্যুলেট সেবা দিচ্ছে বাংলাদেশ দূতাবাস। জুলাই মাসজুড়ে দেশটির বিভিন্ন অঞ্চলে এই সেবা কার্যক্রম চলবে।
দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮-৯ জুলাই আল হাসা শহরে, ১৫-১৬ জুলাই বুরাইদাহ শহরে, একই সময়ে আর আর শহরে, ২২-২৩ জুলাই জুবাইল শহরে এবং ২৯-৩০ জুলাই দাম্মাম শহরে এই সেবা কার্যক্রম পরিচালিত হবে।
কাউন্সেলর ও দূতালয়প্রধান মো. রেজাউল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রবাসীরা এই সেবা কার্যক্রম সংক্রান্ত যে কোনো বিষয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন ৮০০১০০০১২৫ (শ্রম সংক্রান্ত) এবং ৮০০১০০০১২৬ (পাসপোর্ট সংক্রান্ত) এই নম্বরগুলোতে।
তথ্যসূত্র: রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস