Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১০ জুলাই ২০২৫

কুয়েতে গৃহকর্মীদের দেশ ত্যাগের জন্য এক্সিট পারমিট লাগবে না

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৪:৫৮

কুয়েতে গৃহকর্মীদের দেশ ত্যাগের জন্য এক্সিট পারমিট লাগবে না

সৌদি আরব

লাইসেন্স ছাড়া আবাসন সুবিধায় হজযাত্রীদের থাকার ব্যবস্থা করায় দুই ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করে দিয়েছে সৌদি সরকার। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এটিকে গুরুতর আইন লঙ্ঘন বলে মনে করছে। কারণ এমন কর্মকাণ্ড হজযাত্রীদের নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে। তাই ওমরাহ ও হজ কোম্পানিগুলোকে দেশটির আইন ও নির্দেশনা মেনে চলতে কড়া নির্দেশও দিয়েছে। 

এদিকে, রিয়াদে একটি জনসমাগমস্থলে বেশ কয়েকজনকে আক্রমণ করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। জননিরাপত্তা সূত্র জানিয়েছে, গ্রেফতার ও সন্দেহভাজনদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার পর তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। তবে তারা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। সূত্র: সৌদি গেজেট

সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের সব এলাকা বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহের কবলে পড়বে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। গালফ নিউজের খবরে বলা হয়েছে, তাপমাত্রা পৌঁছাবে ৪৬ ডিগ্রিতে, সাথে থাকবে দমকা হাওয়া; যার কারণে গরমের তীব্রতা বেশি লাগবে। কর্তৃপক্ষ জনসাধারণকে হাইড্রেটেড থাকা, সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলা এবং প্রচণ্ড গরমের মধ্যে নিরাপদ থাকার জন্য প্রয়োজনীয় সতর্ক থাকতে অনুরোধ করেছে। 

এদিকে, দুবাইয়ে সোনার দাম বৃহস্পতিবার সকাল থেকে বাড়ার লক্ষণ দেখা যাচ্ছে। খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, মার্কিন শুল্ক বিতর্কের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তায় ২৪ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম ২.৫ দিরহাম বেড়ে গেছে। সূত্র: গালফ নিউজ ও খালিজ টাইমস

কুয়েত

কুয়েতে গৃহকর্মীদের দেশ ত্যাগের জন্য এখনো প্রস্থান অনুমতিপত্র বা এক্সিট পারমিটের প্রয়োজন নেই বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গালফ নিউজের খবরে বলা হয়েছে, কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার নিশ্চিত করেছে, এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত আলোচনা বিভ্রান্তিকর। যদিও কুয়েত এর আগে বিদেশ বা নিজ দেশে ভ্রমণে আগ্রহী বেসরকারি খাতের প্রবাসী কর্মীদের জন্য এক্সিট পারমিট বাধ্যতামূলক করার একটি ব্যবস্থা চালু করেছে। কিন্তু গৃহকর্মীরা এখন পর্যন্ত এই ব্যবস্থা থেকে বাদ রয়েছে। ফলে দেশটির গৃহকর্মীরা বাদে, অন্য প্রবাসী কর্মীরা এখন থেকে এক্সিট অনুমতি নিতে হবে মালিকের কাছ থেকে। এই নিয়ম ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। সূত্র: গালফ নিউজ

ওমান

গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারকারী, সিটবেল্ট না পরার ঘটনাসহ ট্রাফিক লঙ্ঘনকারী শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টগুলোতে স্মার্ট ক্যামেরা ও পর্যবেক্ষণ সরঞ্জাম বসাচ্ছে ওমান। গালফ নিউজের খবরে বলা হয়েছে, দেশটিতে দ্রুতবেগে চলা গাড়ি, ট্রাফিক সিগন্যাল অমান্যকারীদের শনাক্ত করাও এর অন্যতম বড় লক্ষ্য। দেশটির ট্রাফিক বিভাগ মনে করছে, অত্যাধুনিক প্রযুক্তি সড়কে চালকদের নিরাপত্তা নিশ্চিত করবে, ট্রাফিক দুর্ঘটনা কমাবে এবং তাৎক্ষণিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করা সহজ হবে। সূত্র: গালফ নিউজ   

Logo