মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৪ জুলাই ২০২৫
আমিরাতে ৮৪ কোটি টাকার লটারি জিতলেন এক প্রবাসী বাংলাদেশি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৬:০১

সংযুক্ত আরব আমিরাত
আবুধাবিতে এক বাংলাদেশি প্রবাসী বিগ টিকিট ড্রতে ২.৫ কোটি দিরহাম সমমানের ৮৪ কোটি টাকা জিতেছেন। তার নাম নাসের মোহাম্মদ বেলাল। তিনি আবুধাবিতেই থাকেন, তবে বিজয় ঘোষণার সময় শোর উপস্থাপক রিচার্ড ও বুশরার ফোনকলের জবাব তিনি দেননি। তিনি ২৪ জুন কেনা ০৬১০৮০ নম্বর টিকিট দিয়ে এই বিশাল পুরস্কার জেতেন। বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, বেলালের সঙ্গে যোগাযোগের প্রচেষ্টা অব্যাহত থাকবে। গত মাসে আমিরাত নাগরিক মুবারক ঘারিব রাশেদ সালেম আল জাহেরি ২০ মিলিয়ন দিরহামের পুরস্কার জিতেছিলেন। একই ড্রতে বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ চৌধুরী সাপ্তাহিক ই-ড্র-এ ১ লাখ ৫০ হাজার দিরহাম জিতেছিলেন। সূত্র: গালফ নিউজ
সৌদি আরব
আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৮১৫৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সৌদি আরব। দেশটির বিভিন্ন অঞ্চলের পাসপোর্ট বিভাগের প্রশাসনিক কমিটিগুলো এসব শাস্তি দিয়েছে। শাস্তির মধ্যে রয়েছে কারাদণ্ড, অর্থদণ্ড এবং দেশে ফেরত পাঠানো। পাসপোর্ট অধিদপ্তর সবাইকে সতর্ক করে বলেছে, কোনো অবৈধ প্রবাসীকে পরিবহন, চাকরি প্রদান, আশ্রয় দেওয়া বা অন্য কোনোভাবে সহায়তা করা যাবে না। এছাড়া যারা এ ধরনের লঙ্ঘনের তথ্য জানাতে চান, তারা মক্কা, মদিনা, রিয়াদ এবং পূর্বাঞ্চলে ৯১১ এবং অন্য সব অঞ্চলে ৯৯৯ নম্বরে কল করে গোপনীয়তার সাথে তথ্য দিতে পারেন। সূত্র: সৌদি গেজেট
ওমান
ওমান ও পাকিস্তানের মধ্যে ফেরি সার্ভিস চালু করার পরিকল্পনা ঘোষণা করেছে দুই দেশ। দেশ দুটির মধ্যে এই নতুন সমুদ্র রুট চালু হলে বাণিজ্য, পর্যটন এবং আঞ্চলিক সংযোগ বাড়বে। এই রুট ওমানকে পাকিস্তানের করাচি বা গওয়াদার বন্দরের সঙ্গে যুক্ত করবে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের নৌপরিবহন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আনোয়ার চৌধুরী এবং পাকিস্তানে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত ফাহাদ বিন সুলেইমান আল খারুসির মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এই ফেরি চালুর ফলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: গালফ নিউজ
কুয়েত
কুয়েত-আমিরাত যৌথ অভিযানে ১৫ লাখ কুয়েতি দিনারের মাদক জব্দ করা হয়েছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৫২ কোটি টাকা। কুয়েতের নিরাপত্তা বাহিনী এবং সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ অভিযানে জব্দকৃত মাদকের মধ্যে ছিল ১০ কেজি হেরোইন, ১০০ কেজি ‘শাবু’ এবং একটি নিষিদ্ধ রাসায়নিক পদার্থ। এগুলো আফগান এক ব্যক্তির জন্য আনা হচ্ছিল, যাকে গ্রেপ্তার করা হয়েছে। আমিরাত থেকে তথ্য পেয়ে কুয়েতের শুয়াইখ বন্দরে আসা কনটেইনারটিকে নজরদারিতে রাখা হয় এবং সেটি বের হতেই পুলিশ আমঘারা শিল্প এলাকায় অভিযানে ওই আফগান ব্যক্তিকে ধরে ফেলে। এটি একটি আন্তর্জাতিক মাদক পাচার চক্রের অংশ বলে ধারণা করা হচ্ছে। সূত্র: কুয়েত টাইমস্
বাহরাইন
বাহরাইনে শক্তিশালী ঝোড়ো বাতাসের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। এই ঝোড়ো বাতাস সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলছে। গ্রীষ্মের এই সময়টায় বাহরাইনে তীব্র গরম, ধূলিঝড় আবহাওয়া বিরাজ করছে। দেশটিতে বসবাসকারীদের গরমের এই সময় সচেতন ও সতর্ক থাকতে বলেছে দেশটির সরকার। সূত্র: টাইমস অব বাহরাইন