দুবাইয়ে পর্যটকদের জন্য বাধ্যতামূলক হলো স্বাস্থ্য বীমা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১০:৪৪

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সম্প্রতি কার্যকর হওয়া নতুন জনস্বাস্থ্য আইনের আওতায় পর্যটকদের জন্য স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক করা হয়েছে। ২০২৪ সালের অক্টোবর থেকে এই আইন কার্যকর হয়েছে বলে জানা গেছে।
নতুন নিয়ম অনুযায়ী, যে কোনো পর্যটক এখন আমিরাতে প্রবেশের আগে স্বাস্থ্য বীমা নিতে বাধ্য। এই বীমার আওতায় জরুরি চিকিৎসা, হাসপাতালে ভর্তি এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শসহ বেশ কিছু স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত থাকবে।
সরকার নির্ধারিত ন্যূনতম বীমা প্যাকেজের প্রাথমিক মূল্য ধরা হয়েছে ৫২৫ দিরহাম, যেখানে সর্বোচ্চ কাভারেজ সীমা ধরা হয়েছে ১ লাখ ৫০ হাজার দিরহাম পর্যন্ত। পর্যটকরা চাইলে আরো উন্নত কাভারেজ সুবিধাসম্পন্ন বীমা প্যাকেজও নিতে পারবেন।
এছাড়া নতুন আইনে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কেউ যদি লাইসেন্স ছাড়া চিকিৎসা সেবা দেন বা ভুয়া কাগজপত্র ব্যবহার করেন, তাহলে তার বিরুদ্ধে ৫০ হাজার থেকে ১ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা এবং কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
স্বাস্থ্যসেবার স্বচ্ছতা বজায় রাখতে সরকার একটি কেন্দ্রীয় নিবন্ধন ব্যবস্থা চালু করেছে, যেখানে লাইসেন্সধারী সব চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারীর তথ্য থাকবে।
প্রবেশের সময় এখন আর কোভিড-১৯ পরীক্ষার সনদ বা টিকা সনদ দেখানোর প্রয়োজন নেই, তবে যাত্রার আগে ভ্রমণকারীদের সর্বশেষ নিয়মাবলি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।