Logo
×

Follow Us

বাংলাদেশ

মাদ্রাসায় আরবির পাশাপাশি ইংরেজি চর্চায় জোর দিতে হবে : ধর্ম উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৮:২১

মাদ্রাসায় আরবির পাশাপাশি ইংরেজি চর্চায় জোর দিতে হবে : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাদ্রাসায় আরবির পাশাপাশি ইংরেজি ভাষা চর্চায় জোর দিতে হবে। এ ভাষায় পারদর্শিতা অর্জন করতে পারলে শিক্ষার্থীরা বহির্বিশ্বের উপযোগী হয়ে উঠবে এবং দেশে-বিদেশে তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।

১৫ জুলাই বিকেলে চট্টগ্রামের পটিয়ায় শাহচান্দ আউলিয়া মাদ্রাসার সভাকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা ইংরেজি ভাষা শিখলে ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, গবেষক, তথ্যপ্রযুক্তিবিদসহ বিভিন্ন পেশায় নিজেদের ক্যারিয়ার গড়তে পারবে। এ ভাষা জানা থাকলে শিক্ষার্থীরা আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও ইসলামের মধ্যে সমন্বয় ঘটাতে পারবে এবং ইসলাম ধর্মকে বিশ্বে তুলে ধরতে পারবে।

বাংলাদেশের প্রায় দেড় কোটি কর্মী বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজারে কার্যকর ভূমিকা রাখছে। প্রতি বছর বিপুল সংখ্যক কর্মীর চাহিদা মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে তৈরি হচ্ছে। ফলে ইংরেজি জানা শিক্ষিত জনশক্তি নিঃসন্দেহে বৈশ্বিক শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তথ্যসূত্র: বাসস

Logo