
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ ৭টি নতুন আন্তর্জাতিক রুট চালু করার ঘোষণা দিয়েছে। আবুধাবিকে সরাসরি সংযুক্ত করে মধ্যপ্রাচ্য, ইউরোপ, ককেশাস ও মধ্য এশিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলোর সঙ্গে এই রুটগুলো চালু হবে নভেম্বর ২০২৫ থেকে শুরু করে মার্চ ২০২৬ পর্যন্ত পর্যায়ক্রমে।
নতুন রুটগুলো:
মদিনা, সৌদি আরব – শুরু: ৯ নভেম্বর ২০২৫ | সাপ্তাহিক ৬টি ফ্লাইট
বাকু, আজারবাইজান – শুরু: ২ মার্চ ২০২৬ | সাপ্তাহিক ১০টি ফ্লাইট
ইয়েরেভান, আর্মেনিয়া – শুরু: ৯ মার্চ ২০২৬ | সাপ্তাহিক ১০টি ফ্লাইট
তিলিসি, জর্জিয়া – শুরু: ১৩ মার্চ ২০২৬ | সাপ্তাহিক ৮টি ফ্লাইট
আলমাতা, কাজাখস্তান – শুরু: ১৬ মার্চ ২০২৬ | সাপ্তাহিক ৮টি ফ্লাইট
বুখারেস্ট, রোমানিয়া – শুরু: ১৬ মার্চ ২০২৬ | সাপ্তাহিক ৪টি ফ্লাইট
তাসখন্দ, উজবেকিস্তান – শুরু: ১৭ মার্চ ২০২৬ | সাপ্তাহিক ৬টি ফ্লাইট
ইতিহাদের সিইও অ্যানটোয়ালডো নাভিস বলেন, “আমাদের লক্ষ্য স্পষ্ট, আমরা চাই আরো বেশি মানুষ সরাসরি আবুধাবিতে আসুক”। এই রুটগুলো সংস্কৃতি, ধর্ম, পর্যটন ও বাণিজ্যিক সম্ভাবনায় সমৃদ্ধ শহরগুলোর সঙ্গে সংযুক্ত, যা আবুধাবির অর্থনীতি ও বৈশ্বিক অবস্থানকে শক্তিশালী করবে।
এই ৭টি রুটসহ ২০২৫ সালে মোট ২৯টি নতুন গন্তব্য চালু করছে ইতিহাদ এয়ারলাইন্স। ইতোমধ্যে প্রাগ, ওয়ারশ, সোচি আটালানটাতে ফ্লাইট চালু হয়েছে। এছাড়া ১৩টি অতিরিক্ত রুট বছরের শেষ নাগাদ চালু হওয়ার অপেক্ষায় আছে। এই বিস্তার শুধু ইতিহাদের জন্য নয়, আবুধাবিকে বৈশ্বিক পর্যটন, সংস্কৃতি ও বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তোলার একটি কৌশলগত পদক্ষেপ।
তথ্যসূত্র: খালিজ টাইমস