মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য চালু হচ্ছে মাল্টিপল এন্ট্রি ভিসা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ২৩:০৬

এখন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীরা মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন। বৈধ অস্থায়ী কাজের অনুমতিপত্র (পিএলকেএস) আছে এমন বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। এতে কর্মীদের কর্মসংস্থান এবং ব্যক্তিগত যাতায়াত স্বস্তিদায়ক হবে।
মঙ্গলবার (১৫ জুলাই) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সুখবর নিশ্চিত করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, মালয়েশিয়া ১৫টি দেশ থেকে কর্মী নিলেও কেবল বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রেই সিঙ্গেল এন্ট্রি ভিসা দিয়ে আসছিল। এটি নিয়ে প্রবাসীদের অনেক ভোগান্তির কথা উল্লেখ করেন উপদেষ্টা। ড. আসিফ নজরুল বলেন, “গত মাসে আমি, লুৎফে সিদ্দিকী ভাইসহ একটি প্রতিনিধি দল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করি। তাকে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরার পর তিনি দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন। অবশেষে এ বিষয়ে সুসংবাদটি নিশ্চিত করা হলো অফিসিয়াল সোর্স থেকে।”
গত ১০ জুলাই মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য প্রকাশ করেছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মহাসচিব (নীতি ও নিয়ন্ত্রণ) এই বিষয়ে একটি স্মারকপত্র জারি করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের এই বছর সিঙ্গেল এন্ট্রি ভিসা হয়েছে, তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসা করার প্রয়োজন নেই। পরবর্তী বছরগুলোতে ভিসা নবায়নের সময় মাল্টিপল ভিসা ইস্যু করা হবে।
এই সুবিধা বর্তমানে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করায় তাদের দেশের বাইরে যাওয়া এবং পুনরায় প্রবেশ করার ক্ষেত্রে জটিলতা দেখা দিত। কিন্তু মাল্টিপল ভিসা সুবিধা কাজের পাশাপাশি যে কোনো প্রয়োজনে স্বল্প সময়ের জন্য দেশে ফিরে আসার সুযোগ দেবে, যা তাদের জন্য মানসিকভাবে স্বস্তিদায়ক হবে।