মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৫ জুলাই ২০২৫
প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা দেবে সৌদি দূতাবাস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৭:০১

সৌদি আরব
সৌদি আরবের রিয়াদের বাংলাদেশ দূতাবাস পুরো আগস্টে পাঁচটি শহরে প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা দেবে। শহরগুলো হলো আল হাসা, বুরাইদাহ, আর আর, জুবাইল ও দাম্মাম। ৮ ও ৯ আগস্ট হাসায়, ১৫-১৬ আগস্ট বুররাইদাহ ও আর আর শহরে, ২২-২৩ আগস্ট জুবাইলে এবং দাম্মামে ২৯-৩০ আগস্ট কনস্যুলার সেবা দেওয়া হবে। এই সেবার মধ্যে রয়েছে জন্মনিবন্ধন, পাসপোর্ট নবায়ন বা ই-পাসপোর্ট দেওয়া, কাগজপত্র সত্যায়ন, আইনি সেবা প্রদান।
সূত্র: বাংলাদেশ দূতাবাস, রিয়াদ
বাহরাইন
বাহরাইনে রিয়েল টাইমে বিপজ্জনক ড্রাইভারদের ধরতে পথেঘাটে নেমেছে দেশটির সিভিল ট্রাফিক প্যাট্রল। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, এই টিমের সদস্যরা চলতি পথে সব গাড়ির দিকে চোখ রাখছে। এই টিমের সদস্য বা তাদের গাড়ি দেখে খোলা চোখে চেনা যাবে না যে এরা পুলিশ টিমের সদস্য। তাদের গাড়িতে থাকবে না পুলিশের কোনো স্টিকার বা লাইট। যারা আড়ালে অবস্থান নিয়ে থাকবে। ড্রাইভিংয়ের সময় ফোন ব্যবহার, এমনকি রেডলাইট সিগন্যালে বসে যারা ফোন ব্যবহার করবে, তাদের জন্য এটি সুখের খবর নয়। মূলত গাড়ি চালনার সময় আরো দায়িত্বশীলতার মনোভাব তৈরি, বিপজ্জনক ড্রাইভারদের আটকানো, পথে মানুষের জীবন রক্ষা, দুর্ঘটনার হার কমানো এই কার্যক্রমের মূল লক্ষ্য। সূত্র: নিউজ অব বাহরাইন
ইয়েমেন
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড ইয়েমেনি কর্তৃপক্ষ স্থগিত করেছে। খালিজ টাইমস তাদের প্রতিবেদনে লিখেছে, কেরালার বাসিন্দা প্রিয়াকে ২০১৭ সালের জুলাই মাসে এক ইয়েমেনি নাগরিককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ বুধবার ১৬ জুলাই নির্ধারণ করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ভারত সরকার ইয়েমেনি কারা কর্তৃপক্ষের সাথে ধারাবাহিক আলোচনা করে হয়তো একটা সমাধানে পৌঁছাতে পেরেছে। ইয়েমেনে ইসলামি শরিয়াহ আইনের একটি ধারা যেমন রক্তের বিনিময়ে টাকা দিলে অভিযুক্তকে ক্ষমা করা যেতে পারে এই সুযোগটি নিতে পেরেছে ভারতীয় নার্স নিমিশা প্রিয়া।
সূত্র: খালিজ টাইমস