Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

অবশেষে ঠেকানো গেল ভারতীয় প্রবাসী নার্সের মৃত্যুদণ্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৮:২৩

অবশেষে ঠেকানো গেল ভারতীয় প্রবাসী নার্সের মৃত্যুদণ্ড

ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কেরালার নার্স নিমিশা প্রিয়ার ১৬ জুলাইয়ের নির্ধারিত ফাঁসি আপাতত স্থগিত করা হয়েছে, যা তার পরিবার ও সমর্থকদের জন্য এক বড় স্বস্তির খবর। তবে ভুক্তভোগীর পরিবার এখনো ক্ষমা করেনি বা “রক্তমূল্য” গ্রহণে সম্মত হয়নি, যা ইসলামি আইনে মৃত্যুদণ্ড বাতিলের পথ খুলে দিতে পারে।

নিমিশা ২০১৭ সালে তার ইয়েমেনি ব্যবসায়িক অংশীদার তালাল আবদো মেহদিকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হন। অভিযোগ অনুযায়ী, তিনি তার পাসপোর্ট ফেরত পেতে মেহদিকে ঘুমের ওষুধ দেন, যা প্রাণঘাতী হয়ে ওঠে। ২০১৮ সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং ২০২০ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা ২০২৩ সালে ইয়েমেনের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অনুমোদন করে।

কীভাবে স্থগিত হলো ফাঁসি?

- ভারতীয় সরকার ও কেরালার ধর্মীয় নেতারা অনানুষ্ঠানিক ও উপজাতীয় চ্যানেলের মাধ্যমে মধ্যস্থতা চালাচ্ছেন

- গ্র্যান্ড মুফতি কান্থাপুরম এ.পি. আবুবকর মুসলিয়ার ইয়েমেনের শূরা কাউন্সিলের এক বন্ধুর মাধ্যমে আলোচনায় যুক্ত হয়েছেন

- কেরালার রাজ্যপাল এম.এ. ইউসুফ আলিসহ অনেকেই আর্থিক ও কূটনৈতিক সহায়তা দিচ্ছেন

- ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমির নির্দেশে ফাঁসি স্থগিত হয়, যদিও ভুক্তভোগীর পরিবার এখনো ক্ষমা করেনি

পরবর্তী পদক্ষেপ:

“রক্তমূল্য” বা diyah গ্রহণে ভুক্তভোগীর পরিবারকে রাজি করানোই এখন মূল লক্ষ্য। ভারতীয় সুপ্রিম কোর্ট জানিয়েছে, সরকারের কূটনৈতিক সীমাবদ্ধতার কারণে তারা সরাসরি হস্তক্ষেপ করতে পারছে না। নিমিশার মা প্রেমা কুমারী ইয়েমেনে গিয়ে সরাসরি আলোচনার চেষ্টা করছেন। এছাড়া Save Nimisha Priya International Action Council–এর মাধ্যমেও প্রচারণা ও মানবিক সহায়তা চলছে।

এই ঘটনা শুধু একজন নার্সের জীবন রক্ষার লড়াই নয়, বরং সংঘাতপীড়িত অঞ্চলে ভারতীয় অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নও সামনে এনেছে।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo