
মালয়েশিয়ার দৈনিক নিউ স্ট্রেইট টাইমসের সম্প্রতি প্রকাশিত সম্পাদকীয় নিবন্ধে বাংলাদেশি অভিবাসীদের সংকটকে কেন্দ্র করে গভীর পর্যবেক্ষণ ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মালয়েশিয়ায় অভিবাসন, যা একসময় কেবল অর্থনৈতিক প্রয়োজন ও কর্মসংস্থান-সংশ্লিষ্ট ছিল, বর্তমানে তা রূপ নিচ্ছে এক জটিল সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায়।
প্রতিবেদনটি তুলে ধরে যে মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের একটি বড় অংশ বৈধভাবে অবস্থান করলেও একটি উল্লেখযোগ্য অংশ অবৈধ বা নথিবিহীনভাবে বসবাস করছে। এদের মধ্যে অনেকে জড়িয়ে পড়েছে জাল ভিসা, ভুয়া পাসপোর্ট, এমনকি প্রতারণামূলক বিয়ের সিন্ডিকেটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর দুর্বল নজরদারি এবং দুর্নীতিগ্রস্ত চ্যানেলের মাধ্যমে এই অনৈতিক কাজগুলো সংঘটিত হচ্ছে।
সম্প্রতি ৩৬ জন বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা সিরিয়া ও বাংলাদেশে সরকার পতনের লক্ষ্যে অর্থ সংগ্রহে জড়িত ছিলেন। এমন ঘটনায় শুধু মালয়েশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা নয়, বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কেও প্রতিকূল প্রভাব ফেলতে পারে।
এনএসটির সম্পাদকীয় সুপারিশ করে বাংলাদেশ সরকার ও মালয়েশিয়া যৌথভাবে একটি “Pre-departure verification system” চালু করতে পারে, যাতে নিশ্চিত করা যায় যে শুধু আইনানুগ, দক্ষ এবং সন্ত্রাস–মুক্ত ব্যক্তি মালয়েশিয়ায় প্রবেশ করছেন। একই সাথে অভিবাসনের চুক্তির মেয়াদ শেষে অভিবাসী শ্রমিকদের প্রত্যাবর্তনের দায়িত্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে।
এই বিশ্লেষণটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে অভিবাসন শুধু অর্থনৈতিক বা সামাজিক নয়, এটি একটি নীতিমূলক বিষয় এবং এর সফলতা নির্ভর করে উভয় দেশের যথাযথ সমন্বয়, স্বচ্ছতা এবং মানবিক মূল্যবোধনির্ভর ব্যবস্থাপনার ওপর।
এই নিবন্ধের আলোকে, বাংলাদেশ সরকারের পক্ষে ন্যায্য অভিবাসন প্রক্রিয়া এবং মানব–সম্মত নিরাপত্তা নিশ্চিতে আরো কার্যকর উদ্যোগ গ্রহণ অপরিহার্য।
তথ্যসূত্র: নিউ স্ট্রেইট টাইমস