Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১৫ জুলাই

মালয়েশিয়ায় মারা গেছেন এক বাংলাদেশি কর্মী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৫:৪৯

মালয়েশিয়ায় মারা গেছেন এক বাংলাদেশি কর্মী

মালয়েশিয়ার কুয়ালা লাঙ্গাতে একটি গ্লাভস কারখানায় ১৭ তলা স্টোরেজ র‍্যাক ধসে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম 'দ্য স্টার' লিখেছে, নিহত বাংলাদেশি শ্রমিকের নাম রহমান। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে প্রাপ্ত ৩৩ বছর বয়সী রহমানকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করে। 

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ টিমের অপারেশন্স বিভাগের  সহকারী পরিচালক আহমেদ মুখলিস মোখতার জানান, তারা সকাল ১০.৫৪ মিনিটে কারখানাটি থেকে জরুরি ফোন পান। সকাল ১১.০৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে দেখা যায়, ১৭ তলা স্টোরেজ র‍্যাকটি ধসে পড়েছে এবং তার নিচে ৬ জন শ্রমিক আটকা পড়েছেন। 

দমকল বাহিনী আসার আগেই স্থানীয় জনসাধারণ পাঁচজনকে উদ্ধার করেন, আর একজন তখনো নিখোঁজ ছিলেন। এরপর ১১:২০ মিনিটে রহমানের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। 

Logo