মালয়েশিয়ার খবর ১৪ জুলাই
৯৬ জন বাংলাদেশিকে ফিরিয়ে দিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৭:৫৯

মালয়েশিয়া ঢোকার সময় কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ৯৬ জন বাংলাদেশিকে ফিরিয়ে দিয়েছে দেশটির ইমিগ্রেশন। এসব বাংলাদেশিসহ মোট ১৩১ জনের বিরুদ্ধে মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাংলাদেশি ছাড়াও নিষেধাজ্ঞা তালিকায় আছে ৩০ জন পাকিস্তানি পুরুষ, পাঁচজন ইন্দোনেশিয়ান পুরুষ ও নারী। তারা কেউ মালয়েশিয়ায় প্রবেশে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেননি।
ইমিগ্রেশনের বরাতে জানা যায়, এসব ভ্রমণকারীর থাকার ব্যবস্থা ছিল সন্দেহজনক, কেউ কেউ ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত ছিল না। আর তাদের কাছে ছিল না পর্যাপ্ত রিংগিত বা টাকা। মালয়েশিয়ায় ঘুরতে গেলে পর্যাপ্ত টাকা সাথে না থাকলে সন্দেহের শক্তিশালী কারণ থাকে বলে জানায় মালয়েশিয়া ইমিগ্রেশন।
মালয়েশিয়ায় সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা বলছে, যে কেউ ভুয়া কাগজপত্র ব্যবহার করে সন্দেহজনক ব্যাখ্যা দিয়ে দেশটিতে ঢোকার চেষ্টা করলে কোনো ধরনের আপস ছাড়া ব্যবস্থা নেবে ইমিগ্রেশন পুলিশ। সব ভ্রমণকারীর মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করার আগে সব মানদণ্ড পূরণ করা হয়েছে, তা নিশ্চিত করার জন্যও আহ্বান জানিয়েছে।
সূত্র: দ্য স্টার