মালয়েশিয়ায় ‘কাউন্টার সেটিং’ সিন্ডিকেটে জড়িত দুই বাংলাদেশি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১১:০৮

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে, যাদের কুয়ালালামপুর বিমানবন্দরে ‘কাউন্টার সেটিং’ সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করা হয়। তাদের মধ্যে একজন বিদেশভিত্তিক পর্যটন কোম্পানির পরিচালক বলে জানা গেছে।
কী ছিল সিন্ডিকেটের কার্যক্রম?
- কুয়ালালামপুরের ইমিগ্রেশন কাউন্টারে ঘুষ দিয়ে বিদেশিদের প্রবেশ সহজ করা
- সঠিক চেকিং ছাড়াই বিদেশি নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশ করানো
- প্রতি বিদেশি নাগরিকের জন্য আড়াই হাজার রিংগিত পর্যন্ত ঘুষ দেওয়া হতো
- সিন্ডিকেটে ইমিগ্রেশন কর্মকর্তারাও জড়িত ছিলেন বলে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন সূত্র জানিয়েছে
গ্রেপ্তার ও তদন্ত:
- নেগরি সেমবিলান ও কুয়ালালামপুরে অভিযান চালিয়ে দুর্নীতি দমন কমিশন তাদের গ্রেপ্তার করে
- ১৫ জুলাই পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে
- মামলা চলছে দেশটির দুর্নীতি দমন কমিশন ২০০৯-এর সেকশন ১৬ (বি) অনুযায়ী
এই ঘটনা বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ ও বৈধ মাইগ্রেশনের প্রয়োজনীয়তা আবারো সামনে এনেছে।
তথ্যসূত্র: দ্য স্টার, মালয়েশিয়া