ইন্দোনেশিয়া ও কাতারের মধ্যে দক্ষ শ্রমিক নিয়োগে সহযোগিতা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০০:০৫

ইন্দোনেশিয়ার অভিবাসী শ্রমিক সুরক্ষা মন্ত্রণালয় এবং কাতার শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে দক্ষ শ্রমিক নিয়োগে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
ইন্দোনেশিয়ার উপমন্ত্রী জুলফিকার আহমাদ তাওয়াল্লা জানান, “আমরা কাতার ও ইন্দোনেশিয়া সরকারের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি; বিশেষ করে দক্ষতা উন্নয়ন, নিয়োগ পদ্ধতি ও কর্মসংস্থান কাঠামো নিয়ে।”
তিনি বলেন, কাতার সরকার ইন্দোনেশীয় শ্রমিক নিয়োগে সহযোগিতা স্পষ্ট করতে চায় এবং তাদের দক্ষ পেশাজীবীদের চাহিদা গৃহকর্মীদের তুলনায় অনেক বেশি। কারণ দেশটির জনসংখ্যা মাত্র দুই লাখ।
তাওয়াল্লা আরো বলেন, “তাদের পেশাগত চাহিদা অনেক বেশি এবং বৈঠকে তারা দক্ষ শ্রমিক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।” বর্তমানে কাতারে প্রায় ৩ হাজার ইন্দোনেশীয় নাগরিক রয়েছেন, যারা মূলত স্বাস্থ্য ও নির্মাণ খাতে কর্মরত।
তিনি উল্লেখ করেন, অনেক ইন্দোনেশীয় নাগরিক কাতারে কাজ করতে আগ্রহী এবং এই সহযোগিতা দুই দেশের শ্রমবাজারে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
তথ্যসূত্র: ANTARA News