হজে গিয়ে পাঁচ বছরে ৫০১ বাংলাদেশি হাজির মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৮:১৭

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে গত পাঁচ বছরে মোট ৫০১ জন বাংলাদেশি হাজি মারা গেছেন, যার মধ্যে চলতি বছর (২০২৫) এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে। হজ মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিনের তথ্যে এ চিত্র উঠে এসেছে, যা বাংলাদেশি হাজিদের স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপনা প্রশ্নে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
২০১৮ সালে সর্বোচ্চ ১৪২ জন বাংলাদেশি হাজি হজকালে মারা যান। এরপর ২০১৯ সালে মৃত্যু হয় ১১৭ জনের। কোভিড-১৯ এর কারণে ২০২০ ও ২০২১ সালে হজ কার্যক্রম বন্ধ ছিল। ২০২২ সালে সংখ্যা কমে দাঁড়ায় ২৬ জনে, তবে ২০২৩ সালে পুনরায় বৃদ্ধি পেয়ে ১২১ জনে পৌঁছায়। ২০২৪ সালে ৬৫ জন ও চলতি বছর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৮ জন হাজির।
হজ ব্যবস্থাপনায় চিকিৎসা সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হলেও এখন পর্যন্ত ২২ জন হাজি সৌদিতে চিকিৎসাধীন রয়েছেন এবং ২৮৪ জন গুরুতর অসুস্থ হাজি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হজ ক্যাম্প থেকে এ বছর ৬২ হাজার ৬০৩টি চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।
হাজিদের ফিরিয়ে আনতে এখন পর্যন্ত ১০৯টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৪৩টি, সৌদি এয়ারলাইন্স ৪৭টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইট। ইতোমধ্যে ৪২ হাজার ৯৫০ জন হাজি দেশে ফিরেছেন।
বিশেষজ্ঞদের মতে, হজের সময় বাংলাদেশি হাজিদের স্বাস্থ্যঝুঁকি, চরম আবহাওয়া, অতিরিক্ত চাপ ও বয়সজনিত অসুস্থতা মৃত্যুর বড় কারণ। এক্ষেত্রে হজ ব্যবস্থাপনায় আরো সময়োপযোগী পরিকল্পনা, বয়ঃজ্যেষ্ঠদের জন্য আলাদা সাপোর্ট ইউনিট এবং সৌদি আরবে হাসপাতালভিত্তিক সহযোগিতা জোরদারের তাগিদ দিয়েছেন অনেকে।
পাঁচ বছরে ৫০১ জন হাজির মৃত্যু নিঃসন্দেহে একটি জাতীয় উদ্বেগের কারণ। এটি শুধু ধর্মীয় নয়, বরং প্রশাসনিক সক্ষমতা ও মানবিক প্রস্তুতিরও পরীক্ষা। হজ মিশনের ভবিষ্যৎ পরিকল্পনায় এ ধরনের মৃত্যুহার কমিয়ে আনার জন্য কার্যকর ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন