Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে রাষ্ট্রদূতের বৈঠক

ভিসা সহজীকরণসহ নানা বিষয়ে আলোচনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১২:৩১

ভিসা সহজীকরণসহ নানা বিষয়ে আলোচনা

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সাথে বৈঠক করেছেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। 

১০ জুলাই বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণসহ নানা বিষয়ে আলোচনা হয় দুজনের মধ্যে। দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয় নিয়েও তারা কথা বলেন। 

IISS মানামা সংলাপ ২০২৫-এ  বাংলাদেশের অংশগ্রহণ, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য ফরেন অফিস কনসালটেশন ২০২৫ এ বাংলাদেশে সচিব পর্যায়ে সফরের বিষয়সহ বাংলাদেশের প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য বাহরাইন সফর নিয়েও আলোচনা করা হয়।

প্রবাসীদের জন্য বাহরাইন দূতাবাসের সচেতনতামূলক কার্যক্রম বিশেষ করে গণশুনানি ও মোবাইল কনস্যুলার ক্যাম্প অনুষ্ঠান আয়োজনের জন্য রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ারের প্রশংসা করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী।

রাষ্ট্রদূতের কূটনৈতিক দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী।   

এ বৈঠক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়ান অ্যান্ড প্যাসিফিক অ্যাফেয়ার্সের প্রধান মুনিরা নোফাল আল দোসেরিও উপস্থিত ছিলেন। 

মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট

Logo