সন্ত্রাসবাদ তদন্তে মালয়েশিয়াকে পূর্ণ সহযোগিতা বাংলাদেশের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৮:২৮

মালয়েশিয়ায় সম্প্রতি বাংলাদেশি নাগরিকদের সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অভিযোগে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহামাদ হাসানের সঙ্গে কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৩২তম আসিয়ান রিজিওনাল ফোরামের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে বিষয়টি উত্থাপন করেন।
তিনি বলেন, বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে এবং মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে তদন্তে কাজ করতে চায়। এর অংশ হিসেবে তথ্য বিনিময়, অভিযুক্তদের পরিচয় ও অভিযোগের বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন, যাতে বাংলাদেশি কর্তৃপক্ষ অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ ও তদন্তে অংশ নিতে পারে।
এই আলোচনার মাধ্যমে দুই দেশ সন্ত্রাসবিরোধী সহযোগিতা, অভিবাসন নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে নতুন মাত্রায় কাজ করার প্রস্তুতি নিচ্ছে।
তথ্যসূত্র: মালয় মেইল