ইউএই প্রবাসীদের জন্য সুখবর: রেমিট্যান্স ফি বাড়ছে না

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৮:১৬

সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা আপাতত রেমিট্যান্স ফি বৃদ্ধির আশঙ্কা থেকে মুক্ত। ২০২৪ সালের মে মাসে সর্বশেষ ১৫% ফি বৃদ্ধি হয়েছিল। তবে এখন ব্যাংক ও এক্সচেঞ্জ হাউসগুলো বলছে, আরো ফি বাড়ালে গ্রাহক হারানোর ঝুঁকি রয়েছে, তাই তারা ফি স্থির রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও যুক্তরাজ্যে টাকা পাঠাতে নতুন কোনো ফি বাড়ছে না। এমনকি ডিজিটাল প্ল্যাটফর্ম ও ফিনটেক প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে শূন্য ফি বা কম ফিতে টাকা পাঠানোর সুযোগ দিচ্ছে। Emirates NBD–এর DirectRemit সার্ভিস এই ছয়টি দেশে বিনামূল্যে টাকা পাঠানোর সুবিধা বজায় রাখবে বলে জানিয়েছে।
গড় রেমিট্যান্স ফি:
ভারত: ১৮-২৫ দিরহাম
বাংলাদেশ: ১৭ দিরহাম
ফিলিপাইন: ২০ দিরহাম
শ্রীলঙ্কা: ১৭-২৩ দিরহাম
২০২৫ সালের শুরুতে ডলারের মান কমে যাওয়ায় অনেক এশীয় প্রবাসী রেমিট্যান্সের প্রকৃত মূল্য কমে যাওয়ার আশঙ্কা করেছিলেন। ফি স্থির থাকায় এখন পরিবারের হাতে আরো বেশি টাকা পৌঁছাবে।
তথ্যসূত্র: গালফ নিউজ