মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৪ জুলাই ২০২৫
সৌদি আরবে বিদেশি লাইসেন্স দিয়ে ১ বছর গাড়ি চালানো যাবে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৪:৫২

সৌদি আরব
বিদেশি লাইসেন্স দিয়ে ১ বছর গাড়ি চালানো যাবে
সৌদি আরবে আন্তর্জাতিক লাইসেন্স ব্যবহার করে বিদেশি চালকরা এক বছর গাড়ি চালাতে পারবেন। গালফ নিউজের খবরে বলা হয়েছে, বিদেশিদের সৌদির ট্রাফিক আইনের নতুন শর্ত মানতে হবে। আর গালফভুক্ত দেশগুলোর নাগরিকরা দেশটিতে স্বাধীনভাবেই গাড়ি চালাতে পারবেন। কর্তৃপক্ষের মতে, দর্শনার্থীরা তাদের প্রবেশের তারিখ থেকে এক বছর পর্যন্ত অথবা লাইসেন্সের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত, যেটি আগে ঘটবে গাড়ি চালানোর জন্য একটি আন্তর্জাতিক বা বিদেশি লাইসেন্স ব্যবহার করতে পারবেন। গুরুত্বপূর্ণ শর্ত হলো লাইসেন্সটি চালিত যানবাহনের বিভাগের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। এছাড়া তথ্যের নির্ভুলতা এবং স্পষ্টতা নিশ্চিত করার জন্য সমস্ত বিদেশি লাইসেন্সটি একটি স্বীকৃত সংস্থা দ্বারা অনুবাদ করতে হবে।
সংযুক্ত আরব আমিরাত
সাইবার অপরাধে জড়িয়ে পড়ছে শিশুরা
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পুলিশ সাইবার অপরাধ থেকে শিশুদের রক্ষা করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে। গালফ নিউজ তাদের খবরে লিখেছে, অনলাইনে হয়রানি, হুমকি, সাজসজ্জা থেকে শিশুদের রক্ষা করার গুরুত্বের উপর জোর দিয়েছে পুলিশ।
আবুধাবি পুলিশ বলছে, গ্রীষ্মের ছুটিতে নাগরিক ও বাসিন্দাদের সন্তানদের উপর নিবিড় নজরদারি করা দরকার, যেটা করতে পারেন মা-বাবারা। ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ইলেকট্রনিক গেমগুলোতে সাইবার বুলিং, শোষণ এবং ব্ল্যাকমেইলের মতো অনলাইন হুমকি থেকে তাদের রক্ষা করার জন্য আরো সতর্ক থাকা দরকার। পুলিশ অনলাইনে হয়রানি, হুমকি, সাজসজ্জা এবং ব্যক্তিগত ছবি এবং ডেটা শেয়ার করার প্রলোভন থেকে শিশুদের রক্ষা করার গুরুত্বের উপর জোর দিয়েছে, যা তাদের অনৈতিক কার্যকলাপে জড়িত করতে পারে।
বাহরাইন
ডাকাতির অভিযোগে দু্জনকে ধরেছে পুলিশ
বাহরাইনে বাড়িতে চুরি ও ডাকাতির অভিযোগে দুই এশিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, দুই ব্যক্তি ঘরে ঢুকে বাড়ির স্বর্ণালংকার ও টাকা নিয়ে নেয়। পরে দুজনকেই বাহরাইনের বিমানবন্দর থেকে আটক করা হয়। বিচারে আদালত দুজনকে প্রমাণ দেখিয়ে জিজ্ঞাসাবাদ করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ছয় বছরের কারাভোগের শাস্তি দেওয়া হয়। ছয় বছর কারাভোগের পর তাদের স্থায়ীভাবে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে। এশিয়ার হলেও অভিযুক্ত দুই ব্যক্তি কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি।
কুয়েত
কর্মীদের বেতন ঠিক করে দিয়েছে বাংলাদেশ দূতাবাস
কুয়েতগামী বাংলাদেশি কর্মীদের জন্য ন্যূনতম বেতন কাঠামো ঠিক করে দিয়েছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস। খবরে বলা হয়েছে, আগামী ১ আগস্ট থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকর হবে। নতুন ভিসার জন্য নিয়োগদাতাদের অবশ্যই এ নিয়ম মানতে হবে বলেও জানানো হয়। দূতাবাস জানায়, এ নিয়ম না মানলে কোনো ভিসা সত্যয়ন করা হবে না। নতুন কাঠামোয় গৃহকর্মীদের জন্য ১২০ দিনার, বাসার ড্রাইভার ও রাঁধুনীদের জন্য ১৫০ দিনার, সরকারি চুক্তির অধীনে আকুদ হুকমির অদক্ষ শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৯০ দিনার, আকুদ আহলি দক্ষ শ্রমিকদের জন্য ১২০ দিনার, দক্ষ ড্রাইভারদের জন্য ১২০ দিনার এবং দক্ষ শ্রমিকদের জন্য ১৫০ দিনার বেতন ধার্য করা হয়েছে। সব বেতনই দৈনিক ৮ ঘণ্টা কাজের জন্য প্রযোজ্য। অর্থাৎ নতুন বেতন কাঠামো অনুযায়ী, কুয়েতে দৈনিক ৮ ঘণ্টা কাজ করে মাসে সর্বনিম্ন ৪৭ হাজার ৬৪০ টাকা আয় করতে পারবেন গৃহকর্মীরা। একই হিসাবে বাসার ড্রাইভার ও রাঁধুনীরা সর্বনিম্ন ৫৯ হাজার ৫৫০ টাকা, সরকারি চুক্তির অধীনে আকুদ আহলি দক্ষ শ্রমিকরা ৪৭ হাজার ৬৪০ টাকা, দক্ষ ড্রাইভাররা ৪৭ হাজার ৬৪০ টাকা এবং দক্ষ শ্রমিকরা ৫৯ হাজার ৫৫০ টাকা আয় করতে পারবেন কুয়েতে। বাংলাদেশ দূতাবাসের এমন পদক্ষেপকে শ্রমিকবান্ধব ও সম্মানজনক বলছেন প্রবাসীরা।