Logo
×

Follow Us

ভিডিও

বাহরাইনের ভিসা সংকট সমাধানে আশা জাগছে (ভিডিও)

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ২২:৫৯

বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার গেল ৩০ জুন দেশটির সরকারের উচ্চ পর্যায়ের এক মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আন্ডার সেক্রেটারির সাথে বৈঠক করেছেন। বাহরাইনের যুববিষয়ক মন্ত্রী রাওয়ান বিন্ত নাজিব তৌফিকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বিভিন্ন খাতে বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়। 

আর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ নাসের বিন আবদুর রহমান আল খলিফার সাথে অনুষ্ঠিত বৈঠককে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ছিল বলে জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। বৈঠকে শেখ নাসের বিন আবদুর রহমান আল খলিফা বলেছেন, বাংলাদেশি কমিউনিটির মানুষের আচরণে তারা সন্তুষ্ট। বাহরাইন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ নাসের অত্যন্ত প্রভাবশালী হিসেবে পরিচিত।

Logo