Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার স্বাস্থ্য খাতে দক্ষ জনবল সংকট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৮:১৪

মালয়েশিয়ার স্বাস্থ্য খাতে দক্ষ জনবল সংকট

মালয়েশিয়ার স্বাস্থ্য খাতের দক্ষ জনবল বিদেশে চলে যাওয়ার প্রবণতা মোকাবিলায় শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বর্তমান স্বাস্থ্য রিফর্ম কমিটির প্রধান দাতুক সেরি দজুলকেফলি আহমদ। তিনি বলেন, এই সংকট মোকাবিলায় বহু সংস্থার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

স্বাস্থ্য খাতের দক্ষ জনবল বিদেশে চলে যাচ্ছে, ফলে স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা চাপে পড়ছে। এই সমস্যা সমাধানে শিক্ষা, মানবসম্পদ, অর্থনীতি ও অভিবাসন-সংক্রান্ত মন্ত্রণালয়গুলোর যৌথ উদ্যোগ প্রয়োজন। তিনি স্বাস্থ্য খাতে টেকসই কর্মপরিকল্পনা ও দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণের ওপর জোর দেন।

এই পরিস্থিতি বাংলাদেশের জন্যও তাৎপর্যপূর্ণ। মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার, বিশেষ করে স্বাস্থ্য সহায়ক খাতে। যদি মালয়েশিয়া স্থানীয় জনবল সংকটে পড়ে, তবে বাংলাদেশি দক্ষ স্বাস্থ্যকর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

বাংলাদেশ সরকার যদি ভাষা দক্ষতা, পেশাগত প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানদণ্ডে স্বাস্থ্যকর্মী প্রস্তুত করতে পারে, তাহলে মালয়েশিয়ার স্বাস্থ্য খাতে শ্রমবাজার সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।

তথ্যসূত্র: দ্য সান ডেইলি, মালয়েশিয়া

Logo