বাহরাইনে প্রবাসী কর্মীদের সুরক্ষা নির্দেশনা মেনে চলার অনুরোধ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১১:২৪

বাইরাইনের মানামার হীদ এলাকায় প্রবাসী কর্মীদের নিয়ে গ্রীষ্মকালীন সচেতনতা অনুষ্ঠান করেছে বাংলাদেশ দূতাবাস। হীদের একটি নির্মাণাধীন ভবনের কর্মস্থলে উপস্থিত ছিলেন ৮০ জন প্রবাসী কর্মী। আগত বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার দিকে সচেতন থাকার নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকার আহ্বান জানিয়ে দূতাবাসের কর্মকর্তারা বলেন, গ্রীষ্মের এই সময়ে পর্যাপ্ত পানি পান করা, দুপুরের প্রখর রোদের নিচে কাজ না করা গুরুত্বপূর্ণ।
এছাড়া কর্মীদের তাদের কর্মস্থলে কাজ করার সময় দৃশ্যমান জ্যাকেট, হেলমেট এবং সেফটি সু পরাসহ সব সুরক্ষা নির্দেশিকা মেনে চলার জন্য আহ্বান জানান দূতাবাসের কর্মকর্তারা। বিশেষভাবে ১৫ জুন ২০২৫ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি সূর্যালোকের নিচে এবং খোলা জায়গায় কাজ করার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে চলার উপর জোর দেন তারা।
যদি কোনো স্পন্সর বা সুপারভাইজার তাদের কর্মীদের নিষেধাজ্ঞার সময় কাজ করতে বাধ্য করে, তবে শ্রমিকদের শ্রম মন্ত্রণালয়ের হটলাইন নম্বর ৩২২৬৫৭২৭-এ কল করে তাদের অভিযোগ জানানোর জন্য অনুরোধ করেন। উল্লেখ্য, প্রবাসীরা যে কোনো প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর ৩৩৩৭৫১৫৫-এ যোগাযোগ করতে পারবেন।
গ্রীষ্মকালীন সচেতনতামূলক এ অনুষ্ঠানে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে নির্দেশনা দেন দূতালয়প্রধান এ. কে. এম. মহিউদ্দিন কায়েস। অনুষ্ঠানে বিদেশি অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হোসেন আল-হুসাইনি, শ্রম মন্ত্রণালয়ের সচেতনতা ও নির্দেশনা বিভাগের প্রধান, মোহাম্মদ আল-হাশেমী শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) ও বাহরাইনস্থ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর জনস্বাস্থ্য সহযোগী কর্মকর্তা মিসেস রায়ান বুটাইলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব মো. মাহফুজুর রহমান। দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীসহ নেতৃস্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট