
মালয়েশিয়ার কেলানতান রাজ্যের কোটা ভারুতে অভিযান চালিয়ে ১১৪ অবৈধ অভিবাসী বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। ৫ মে কোটা ভারুর চিচা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একজন ভারতীয়কেও আটক করে ইমিগ্রেশন পুলিশ।
কেলানতান রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান এক বিবৃতিতে বলেন, জনসাধারণের তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। আটক ব্যক্তিদের সবার বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে এবং তারা শ্রমিক হিসেবে কাজ করত।
ইমিগ্রেশন বিভাগ বলছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধ করার অভিযোগ রয়েছে, যার মধ্যে বৈধ পাস বা পারমিট ছাড়া দেশে থাকাও অন্তর্ভুক্ত। ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১) (সি), ধারা ১৫(১) (সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯ (বি) অনুসারে তাদের আটক করা হয়। আটককৃত অভিবাসীদের বিষয়ে আরো তদন্তের জন্য তাদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর