Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১৬ জুলাই

দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়ান পুলিশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৮:৩৯

দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়ান পুলিশ

যথাযথ তল্লাশি ছাড়াই মালয়েশিয়ায় ঢোকার সাথে জড়িত একটি সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী সন্দেহে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়ান দুর্নীতি দমন কমিশন। গ্রেফতারকৃতদের মধ্যে একটি পর্যটন সংস্থার পরিচালকও রয়েছেন। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টারের খবরে বলা হয়েছে, দুই বাংলাদেশি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১-এ এনফোর্সমেন্ট অফিসারদের ঘুষ দিয়ে মালয়েশিয়ায় তাদের লোক ঢোকানোর পথ সহজ করছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। দুই জনের বয়স ৫০-এর কোঠায়।

এই দুজনকেই একটি সিন্ডিকেটের মূলহোতা বলে চিহ্নিত করা হচ্ছে, যাদের কাজ হচ্ছে এনফোর্সমেন্ট অফিসারদের সাথে যোগাযোগ করে 'পাল্টা সেটিং' কার্যক্রম পরিচালনা করা, যার লক্ষ্য বিদেশি নাগরিকদের আগমনের সময় ছাড়পত্র প্রক্রিয়া সহজ করা। কিন্তু যাদের ঢোকার পথ সহজ করার কথা বলা হচ্ছে, সেই বিদেশি নাগরিকরা বাংলাদেশ, নাকি অন্য কোনো দেশের নাগরিক, সে সম্পর্কে পরিষ্কার কোনো কিছু বলা হয়নি রিপোর্টে।

পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র রেজিস্ট্রার শাইক জুলাদরুস মেরিকান সাদজল ওসমান কর্তৃক জারি করা রিমান্ড আদেশের পর সন্দেহভাজনদের ২০ জুলাই পর্যন্ত ছয় দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

Logo