বাংলাদেশি চাকরিজীবীদের ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৮:২৩

যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকা ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের হিউবার্ট এইচ. হামফ্রে (HHH) ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদন আহ্বান করেছে। এটি একটি ১০ মাসব্যাপী পেশাগত উন্নয়নমূলক প্রোগ্রাম, যা বাংলাদেশের সরকারি-বেসরকারি খাতের মধ্য-স্তরের পেশাজীবীদের জন্য উন্মুক্ত।
প্রোগ্রামের বৈশিষ্ট্য: এই ফেলোশিপের আওতায় নির্বাচিতরা যুক্তরাষ্ট্রে নন-ডিগ্রি গ্র্যাজুয়েট লেভেলের পড়াশোনা, লিডারশিপ ডেভেলপমেন্ট এবং পেশাগত সহযোগিতামূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রোগ্রামটি ১৯৭৮ সালে প্রয়াত মার্কিন সিনেটর ও ভাইস প্রেসিডেন্ট হিউবার্ট হামফ্রের সম্মানে চালু হয়।
আবেদনের যোগ্যতা:
- বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত হতে হবে।
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- আগস্ট ২০২৫-এর আগে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের পূর্ণকালীন পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
- ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে (TOEFL iBT পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে)।
- গত তিন বছরে কোনো মার্কিন সরকার-স্পন্সরকৃত প্রোগ্রামে অংশগ্রহণ না করে থাকলে অগ্রাধিকার।
আবেদনের ক্ষেত্রসমূহ:
- অর্থনীতি ও জননীতি
- প্রযুক্তি ব্যবস্থাপনা
- সাংবাদিকতা ও যোগাযোগ
- কৃষি ও গ্রামীণ উন্নয়ন
- নগর ও আঞ্চলিক পরিকল্পনা
- জনস্বাস্থ্য নীতি ও ব্যবস্থাপনা
এই ফেলোশিপ প্রোগ্রামটি ভবিষ্যৎ নেতাদের যুক্তরাষ্ট্রের সমাজ, সংস্কৃতি ও পেশাগত ক্ষেত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে দীর্ঘস্থায়ী আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ করে দেয়।
আরো বিস্তারিত জানতে চাইলে যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।
তথ্যসূত্র: ইউএস এম্বাসি, ঢাকা