Logo
×

Follow Us

বাংলাদেশ

পর্তুগাল প্রবাসীদের কনস্যুলেট সেবা আগামী ২৬-২৭ জুলাই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৯:৩০

পর্তুগাল প্রবাসীদের কনস্যুলেট সেবা আগামী ২৬-২৭ জুলাই

পোর্তো এবং এর নিকটবর্তী এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের বিশেষ কনস্যুলেট ক্যাম্প পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে পর্তুগালস্থ বাংলাদেশ দূতাবাস। গত ৮ জুলাই প্রচারিত এক বিজ্ঞপ্তিতে এ বার্তা প্রদান করা হয়। প্রচারিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৬-২৭ জুলাই পোর্তোর এস্কোলা প্রাইমারিয়া ডো সোল, রুয়া দো সোল নং ১৪, আনদার ৪০০০-৪২৭ স্থানে এই বিশেষ ক্যাম্প পরিচালনা করা হবে।

ক্যাম্পে যারা পাসপোর্ট ডেলিভারি নিতে আগ্রহী, তাদের স্লিপের নম্বর, নাম আগামী ২৪ জুলাই বিকেল ৫টার মধ্যে নির্দিষ্ট নম্বরে মেসেজ দিয়ে জানানোর অনুরোধ করা হয়েছে। এছাড়া যাদের পাসপোর্ট ও আবেদনকৃত ড্রাইভিং লাইসেন্স ডিক্লারেশনের কপি বিতরণের জন্য দূতাবাসে প্রস্তুতি রয়েছে কিন্তু গ্রহণ করা হয়নি, তাদের সেগুলো সংগ্রহ করার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।

পাসপোর্ট-সংক্রান্ত বিষয়ে মো. সাহাবুদ্দিন, ব্যক্তিগত কর্মকর্তা, মোবাইল নং – ০০৩৫১ ৯৩৮ ৭৬৪ ২৮২ এবং মো. মনিরুজ্জামান শেখ, সহকারী কনস্যুলার কর্মকর্তা, মোবাইল নং- ০০৩৫১ ৯৩৭ ০১৫ ২৯০ (হোয়াটসঅ্যাপ) এর সাথে যোগাযোগ বা মেসেজ করার জন্য অনুরোধ করা হয়েছে।  

তথ্যসূত্র: পর্তুগালস্থ বাংলাদেশ দূতাবাস

Logo