দুবাইয়ে ক্রিপ্টো দিয়ে এমিরেটসের টিকিট ও ডিউটি ফ্রি কেনাকাটা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১০:৩৪

দুবাইয়ের এমিরেটস এয়ারলাইন ও দুবাই ডিউটি ফ্রি এখন ক্রিপ্টোকারেন্সি গ্রহণের পথে। সম্প্রতি ক্রিপ্টো ডট কমের সঙ্গে স্বাক্ষরিত দুটি সমঝোতা স্মারকের (MoU) মাধ্যমে এই উদ্যোগ শুরু হয়েছে, যা ২০২৬ সালের মধ্যে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
এমিরেটসের পরিকল্পনা
ক্রিপ্টো ডট পেকে এমিরেটসের বুকিং ও পেমেন্ট সিস্টেমে সংযুক্ত করা হবে
যাত্রীরা বিটকয়েন, ইথারিয়াম, এক্সআরপি, সোলানাসহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি দিয়ে টিকিট ও সেবা মূল্য পরিশোধ করতে পারবেন
লক্ষ্য: যুব ও প্রযুক্তি সচেতন যাত্রীদের জন্য লেনদেনের নমনীয়তা বৃদ্ধি
২০২৬ সালের মধ্যে পূর্ণাঙ্গ বাস্তবায়ন পরিকল্পিত
দুবাই ডিউটি ফ্রির অংশগ্রহণ
ইন-স্টোর ও অনলাইন কেনাকাটায় ক্রিপ্টো পেমেন্ট চালুর উদ্যোগ
যাত্রীদের জন্য বৈচিত্র্যময় ও উদ্ভাবনী পেমেন্ট পদ্ধতি নিশ্চিত করতে চুক্তি
যৌথ মার্কেটিং ক্যাম্পেইন ও ডিজিটাল টুলসের মাধ্যমে সচেতনতা বাড়ানো হবে
দুবাইয়ের বৃহত্তর প্রেক্ষাপট
দুবাই ইতোমধ্যে ৬৫০-এর বেশি ক্রিপ্টো কোম্পানির হোস্ট
VARA (Virtual Assets Regulatory Authority)–এর মাধ্যমে নিয়ন্ত্রিত ও নিরাপদ ক্রিপ্টো পরিবেশ গড়ে তোলা হয়েছে
রিয়েল এস্টেট, শিক্ষা, সরকারি ফিতেও ক্রিপ্টো পেমেন্ট চালু রয়েছে
এই উদ্যোগ শুধু প্রযুক্তিগত নয়, বরং ভবিষ্যতের অর্থনৈতিক কাঠামো ও ভ্রমণ অভিজ্ঞতার রূপান্তর।
তথ্যসূত্র: খালিজ টাইমস