মালয়েশিয়ার খবর ১২ জুলাই
পেনাংয়েও কনস্যুলেট অফিস খোলার প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৮:৫১

১। জঙ্গিবাদে বাংলাদেশিদের যুক্ত থাকার ঘটনায় ঢাকা উদ্বিগ্ন
মালয়েশিয়ায় জঙ্গিবাদের সাথে কিছু বাংলাদেশির যুক্ত থাকার ঘটনায় ঢাকা উদ্বিগ্ন, পররাষ্ট্র উপদেষ্টার বরাতে এমন খবর প্রকাশ করেছে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম নিউ স্ট্রেইট টাইমস। মো. তৌহিদ হোসেন বলেছেন, মালয়েশিয়ার পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ তদন্তে বাংলাদেশ সরকার মালয়েশিয়ার সাথে কাজ করবে। ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে কুয়ালালামপুরে অনুষ্ঠিত মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ হাসানের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন এবং তথ্য ও অনুসন্ধানের মাধ্যমে অভিযোগের নিজস্ব তদন্তে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেছেন।
২। প্রবাসীদের সেবায় সর্বোচ্চ মনোযোগ দিন: মালয়েশিয়া দূতাবাসে পররাষ্ট্র উপদেষ্টা
সর্বোচ্চ মনোযোগ দিয়ে প্রবাসীদের সেবা দিতে দূতাবাসের কর্মকর্তাদের অনুরোধ করেছেন মালয়েশিয়া সফররত পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিশেষ করে পাসপোর্ট বিতরণসহ অন্যান্য সেবা দেওয়ার ক্ষেত্রে প্রবাসীদের সাথে ভালো আচরণ করতে নির্দেশ দিয়েছেন তিনি। মিশনের কর্মকর্তাদের প্রবাসীদের কল্যাণে আন্তরিকতার সাথে কাজ করারও নির্দেশনা দেন।
বৃহস্পতিবার হাইকমিশনের নতুন চ্যান্সারি ভবনে তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান হাইকমিশনার মো. শামীম আহসান এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা। এরপর মিশনের মিলনায়তনে সবার উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রবাসীদের সুবিধার্থে কুয়ালালামপুরের বাইরে জোহর বাহরুতে কনস্যুলেট জেনারেল অফিস খোলার বিষয়টি উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়েছে। খুব শিগগির জোহর বাহরুতে কনস্যুলেট জেনারেল অফিস কার্যক্রম শুরু করতে পারবে বলে তিনি জানান। এছাড়া পেনাংয়ে কনস্যুলেট জেনারেল অফিস খোলার প্রক্রিয়া চলছে। সূত্র: বাংলাদেশ দূতাবাস, মালয়েশিয়া