মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১২ জুলাই ২০২৫
সৌদিতে বেআইনিভাবে মাছ ধরতে গিয়ে আটক বাংলাদেশি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৮:১৩

সৌদি আরব
সৌদিতে বেআইনিভাবে মাছ ধরতে গিয়ে আটক বাংলাদেশি
সৌদি আরবের আল-কাহমাহ আসির অঞ্চলে লাইসেন্স ছাড়া মাছ ধরতে গিয়ে আটক হয়েছেন এক বাংলাদেশি। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, সৌদি সীমান্তরক্ষী বাহিনীর উপকূলীয় টহল দলের অনুমতি ছাড়া মাছ ধরার মাধ্যমে রাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিধি লঙ্ঘন করায় সেই বাংলাদেশিকে আটক করা হয়েছে।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সমন্বয় করে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে সব বাসিন্দা এবং দর্শনার্থীদের রাজ্যের সামুদ্রিক জীবন এবং প্রাকৃতিক সম্পদ রক্ষাকারী সামুদ্রিক নিরাপত্তা আইন এবং নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।সূত্র: সৌদি গেজেট।
এদিকে, সৌদি সরকার ঘোষণা করেছে, দেশটির জনসংখ্যা বর্তমানে ৩ কোটি ৫৩ লাখে পৌঁছেছে। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সৌদির জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস এই তথ্য প্রকাশ করেছে। দেশটির মোট জনসংখ্যার ৫৫.৬ শতাংশ সৌদি নাগরিক, আর অ-সৌদি নাগরিকদের সংখ্যা ৪৪.৪ শতাংশ।
যেখানে পুরুষদের সংখ্যা জনসংখ্যার ৬২.১ শতাংশ, যেখানে ৩৭.৯ শতাংশ নারী। সৌদিতে ১৫ থেকে ৬৪ বছর বয়সী ব্যক্তিরা জনসংখ্যার ৭৪.৭ শতাংশ। তরুণ জনগোষ্ঠী অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি শক্তিশালী ভিত্তি প্রদান করে এবং শিক্ষা, প্রশিক্ষণ এবং মানব পুঁজি উন্নয়নে অব্যাহত বিনিয়োগের গুরুত্বের উপর জোর দেয়। সূত্র: সৌদি গেজেট
কুয়েত
কুয়েতে শ্রম আইন লঙ্ঘনের জন্য ৬,৩০০ প্রবাসীকে বহিষ্কার
কুয়েত দুই মাসে বসবাস ও শ্রম আইন লঙ্ঘনের জন্য ৬,৩০০ প্রবাসীকে বহিষ্কার করেছে। গালফ নিউজ তাদের রিপোর্টে লিখেছে, ২০২৫ সালের মে এবং জুন মাসে আইন লঙ্ঘনকারীদের কুয়েত থেকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়। কুয়েতজুড়ে বর্তমান অবৈধ বসবাসকারীদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে। যেসব বিদেশি কর্মীর বিরুদ্ধে নানা অভিযোগে মামলা ছিল এবং অনেকের মামলা বিচারাধীন ছিল। তবে যেসব কর্মীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে তাদের প্রতি মানবিক ও সদয় আচরণের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে এসব প্রবাসী কোন কোন দেশের তা উল্লেখ করা হয়নি রিপোর্টে। সেখানে বাংলাদেশি কর্মী আছে কিনা তাও জানানো হয়নি। কুয়েত বাস করে সাড়ে চার লাখেরও বেশি বাংলাদেশি। সাম্প্রতিক মাসগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং অভিবাসন আইন সমুন্নত রাখার বৃহত্তর প্রচেষ্টার সাথে সামঞ্জস্য রেখে আইন প্রয়োগের পদক্ষেপ জোরদার করেছে। সূত্র: গালফ নিউজ
আরব আমিরাত
প্রবাসী শিক্ষার্থীদের টিউশন ফি বাধ্যতামূলক
সংযুক্ত আরব আমিরাত সরকারি স্কুলে পড়ুয়া প্রবাসীদের সন্তানদের জন্য টিউশন ফি প্রতিশ্রুতি বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিশ্রুতিতে প্রতি শিক্ষার্থীর জন্য বার্ষিক টিউশন ফি ৬ হাজার দিরহাম ঠিক করা হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য আর্থিক প্রতিশ্রুতি জোরদার করা এবং শিক্ষার্থীদের প্রদত্ত শিক্ষাগত পরিষেবার ধারাবাহিকতা নিশ্চিত করা। এই ফি না দিলে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং ফলাফল আটকে রাখা, শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণিতে অগ্রসর হতে বাধা দেওয়া এবং সমস্ত বকেয়া ফি সম্পূর্ণরূপে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানান্তর বা প্রত্যাহার প্রক্রিয়া স্থগিত করা বা প্রশংসাপত্র না দেওয়ার মতো বিষয় সামনে চলে আসতে পারে। প্রবাসী শিক্ষার্থীদের অভিভাবকদের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য টিউশন ফি প্রদান করতে হবে। একবারে পুরো ফি অথবা তিন কিস্তিতেও পরিশোধ করার বিধান রেখেছে সরকার। তবে নতুন শিক্ষাবর্ষের সময় আসন সংরক্ষণের জন্য অফেরতযোগ্য ২ হাজার দিরহাম প্রদান করা বাধ্যতামূলক করা হয়েছে। সূত্র: গালফ নিউজ
বাহরাইন
বাহরাইনে প্রবাসী কর্মীদের সুরক্ষা নির্দেশনা মেনে চলার অনুরোধ
বাইরাইনের মানামার হীদ এলাকায় প্রবাসী কর্মীদের নিয়ে গ্রীষ্মকালীন সচেতনতা অনুষ্ঠান করেছে বাংলাদেশ দূতাবাস। হীদের একটি নির্মাণাধীন ভবনের কর্মস্থলে উপস্থিত ছিলেন ৮০ জন প্রবাসী কর্মী। আগত বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার দিকে সচেতন থাকার নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকার আহ্বান জানিয়ে দূতাবাসের কর্মকর্তারা বলেন, গ্রীষ্মের এই সময়ে পর্যাপ্ত পানি পান করা, দুপুরের প্রখর রোদের নিচে কাজ না করা গুরুত্বপূর্ণ। এছাড়া কর্মীদের তাদের কর্মস্থলে কাজ করার সময় দৃশ্যমান জ্যাকেট, হেলমেট এবং সেফটি সু পরাসহ সব সুরক্ষা নির্দেশিকা মেনে চলার জন্য আহ্বান জানান দূতাবাসের কর্মকর্তারা। বিশেষভাবে ১৫ জুন ২০২৫ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি সূর্যালোকের নিচে এবং খোলা জায়গায় কাজ করার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে চলার উপর জোর দেন তারা। গ্রীষ্মকালীন সচেতনতামূলক এ অনুষ্ঠানে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে নির্দেশনা দেন দূতালয়প্রধান এ. কে. এম. মহিউদ্দিন কায়েস। অনুষ্ঠানে বিদেশি অতিথিদের মধ্যে বাহরাইন শ্রম মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব মো. মাহফুজুর রহমান। দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীসহ নেতৃস্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র: বাংলাদেশ দূতাবাস