Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ স্বেচ্ছাসেবক হতে চান?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১০:৩০

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ স্বেচ্ছাসেবক হতে চান?

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ-২০২৬ এবার অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে। এই আয়োজনের অংশ হতে চাইলে এখনই প্রস্তুতি নিতে হবে, কারণ স্বেচ্ছাসেবক আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদন প্রক্রিয়া

১. আগ্রহ নিবন্ধন (মে-আগস্ট ২০২৫)

volunteer.fifa.com/register-এ গিয়ে “Volunteer Interest Form” পূরণ করতে হবে

কেন আপনি স্বেচ্ছাসেবক হতে চান, তা সংক্ষেপে লিখতে হবে

২. পূর্ণ আবেদন ও মূল্যায়ন (আগস্ট ২০২৫)

আবেদন ফর্ম, দক্ষতা, আগ্রহ ও সময়সূচির তথ্য দিতে হবে

অনলাইন মূল্যায়ন ও সাক্ষাৎকার হতে পারে

৩. দলভিত্তিক সংযোগ (শরৎ ২০২৫)

অন্যান্য আগ্রহীদের সঙ্গে গ্রুপ রিক্রুটমেন্ট ইভেন্টে অংশগ্রহণ

Volunteer Management Team-এর সঙ্গে পরিচয়

৪. নির্বাচনের প্রস্তাব ও যাচাই (জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২৬)

শর্তসাপেক্ষে নির্বাচনের পর ব্যাকগ্রাউন্ড চেক

মেক্সিকোতে ভিন্ন প্রক্রিয়া থাকতে পারে

৫. প্রশিক্ষণ (এপ্রিল-জুন ২০২৬)

ইউনিফর্ম, পরিচয়পত্র ও দায়িত্ব বুঝে নেওয়ার প্রস্তুতি

প্রাক-টুর্নামেন্ট প্রশিক্ষণ বাধ্যতামূলক

৬. বিশ্বকাপ শুরু (জুন-জুলাই ২০২৬)

৯টি শিফটে কাজ করতে হবে, বিভিন্ন দায়িত্বে

যোগ্যতা:

- ১৮ বছর বয়স পূর্ণ হতে হবে

- ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে (অতিরিক্ত ভাষা হলে সুবিধা)

- পুরো টুর্নামেন্টে উপস্থিত থাকতে হবে, প্রশিক্ষণসহ

- ভিসা ও প্রবেশ-সংক্রান্ত নিয়ম মেনে চলতে হবে

- FIFA ভ্রমণ বা আবাসন খরচ বহন করে না, নিজ দায়িত্বে পরিকল্পনা করতে হবে

দায়িত্বের ক্ষেত্রে:

- ফ্যান সার্ভিস, মিডিয়া সহায়তা, পরিবহন, আতিথেয়তা, নিরাপত্তা ও অ্যাক্রেডিটেশন

- ২০ হাজারের বেশি স্বেচ্ছাসেবক নিয়োগ হবে, তিন দেশজুড়ে

এই সুযোগ শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং একটি ঐতিহাসিক অভিজ্ঞতা।

তথ্যসূত্র: নর্থজার্সি ডট কম

Logo