Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনে খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১০:৪২

যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনে খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ

যুক্তরাষ্ট্রে ভ্রমণ, শিক্ষা বা কর্মসংস্থানের উদ্দেশ্যে ভিসা নিতে আগ্রহীদের জন্য ২০২৬ সাল থেকে চালু হচ্ছে নতুন একটি অতিরিক্ত ফি— ‘ভিসা ইন্টিগ্রিটি ফি’, যার পরিমাণ কমপক্ষে ২৫০ ডলার। এই ফি যুক্ত হবে বিদ্যমান ভিসা আবেদন ফির সঙ্গে, ফলে B1/B2 পর্যটন ভিসার মোট খরচ দাঁড়াবে প্রায় ৪৩৫ ডলার বা তার বেশি।

কী এই ‘ভিসা ইন্টিগ্রিটি ফি’?

- এই ফি যুক্ত হয়েছে One Big Beautiful Bill Act-এর আওতায়, যা ২০২৫ সালের ৪ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করেছেন। 

- ২০২৬ সালের অক্টোবর থেকে কার্যকর হবে

- সব ধরনের অ–ইমিগ্রান্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। যেমন- B1/B2 (পর্যটন), F (ছাত্র), H (কর্মসংস্থান)

- ফি ফেরতযোগ্য নয়, তবে নির্দিষ্ট শর্ত পূরণ করলে আংশিক রিফান্ড পাওয়া যেতে পারে

রিফান্ড পাওয়ার শর্ত

- ভিসার শর্ত লঙ্ঘন না করা (যেমন অবৈধভাবে কাজ না করা)

- ভিসার মেয়াদ শেষ হওয়ার ৫ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করা

- অথবা ভিসার মেয়াদের মধ্যে বৈধভাবে স্থায়ী বসবাস বা স্ট্যাটাস পরিবর্তন করা

এই শর্ত পূরণ করলে রিফান্ডের জন্য আবেদন করা যাবে, তবে প্রক্রিয়াটি জটিল ও সময়সাপেক্ষ হতে পারে

ভবিষ্যতে ফি বাড়বে

- ২০২৬ সাল থেকে প্রতি বছর মূল্যস্ফীতির ভিত্তিতে ফি বাড়বে

- Consumer Price Index (CPI) অনুযায়ী বৃদ্ধি নির্ধারিত হবে

কেন এই ফি?

যুক্তরাষ্ট্র সরকার বলছে, এই ফি ভিসার শর্ত মানতে উৎসাহিত করবে, অবৈধ কাজ ও অতিরিক্ত অবস্থান কমাবে এবং ভিসা ব্যবস্থার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করবে।

এই নতুন নিয়মে যুক্তরাষ্ট্রে ভ্রমণ পরিকল্পনা করতে আগ্রহীদের এখন থেকেই অতিরিক্ত ব্যয়ের বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নেওয়া উচিত।

তথ্যসূত্র: খালিজ টাইমস

Logo