Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডার কুইবেকে ১৮০০-এর বেশি আবেদনকারীকে আমন্ত্রণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১

কানাডার কুইবেকে ১৮০০-এর বেশি আবেদনকারীকে আমন্ত্রণ

কানাডার কুইবেক প্রদেশে দক্ষ কর্মীদের জন্য নতুন সুযোগ উন্মুক্ত হয়েছে। সম্প্রতি প্রদেশটি Permanent Immigration Program – Québec Regular Skilled Worker Program (QRSWP) এর আওতায় Permanent Selection for Québec (PSTQ) ড্রয়ের মাধ্যমে বিভিন্ন খাত ও পেশার ১,৮০০-এর বেশি প্রার্থীকে আমন্ত্রণ জানিয়েছে।  

ডিসেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত সর্বশেষ ড্রয়ে প্রার্থীদের বাছাই করা হয়েছে তাদের দক্ষতা, অভিজ্ঞতা এবং প্রদেশের শ্রমবাজারে চাহিদার ভিত্তিতে। আমন্ত্রিত প্রার্থীরা মূলত স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, শিক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের সঙ্গে যুক্ত। কুইবেক সরকার জানিয়েছে, প্রদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনবল ঘাটতি পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।  

Permanent Selection for Québec (PSTQ) হলো একটি অনলাইন সিস্টেম, যেখানে প্রার্থীরা তাদের প্রোফাইল জমা দেন। প্রদেশের শ্রমবাজারে চাহিদা অনুযায়ী প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ পাওয়া প্রার্থীরা স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়া কুইবেকের অভিবাসন নীতিকে আরো দ্রুত ও কার্যকর করেছে।  

আমন্ত্রিত প্রার্থীদের মধ্যে অনেকেই ইতোমধ্যে কুইবেকে বসবাস করছেন বা কাজ করছেন। তবে বিদেশ থেকেও দক্ষ কর্মীরা আবেদন করতে পারেন। যোগ্যতা নির্ধারণে প্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, ভাষাগত দক্ষতা (ফরাসি ও ইংরেজি), কাজের অভিজ্ঞতা এবং কুইবেকের শ্রমবাজারে অবদান রাখার সম্ভাবনা বিবেচনা করা হয়।

কুইবেক সরকার বলছে, এই উদ্যোগ প্রদেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করবে। বিশেষ করে স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতে দক্ষ জনবল ঘাটতি পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রদেশে নতুন অভিবাসীদের আগমন স্থানীয় সমাজে বৈচিত্র্য ও উদ্ভাবন বাড়াবে।  

কুইবেক অভিবাসন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বছরগুলোতে আরো বেশি সংখ্যক দক্ষ কর্মীকে আমন্ত্রণ জানানো হবে। প্রদেশের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো শ্রমবাজারে স্থিতিশীলতা আনা এবং আন্তর্জাতিক দক্ষ জনবলকে আকর্ষণ করা।

Logo