প্রবাদ আছে, বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। কথাটার মর্মার্থ ভিন্ন হলেও আক্ষরিক অর্থে প্রবাদটি বাঙালির জন্য যুতসই। কারণ সময়মতো দাঁতের যত্ন বা চিকিৎসা নেয়ার বিষয়ে অনেকে থাকেন উদাসীন। অল্প খরচে যে চিকিৎসা করা সম্ভব ছিল, সেটা না করার কারণে পরে খরচ করতে হয় কাঁড়ি কাঁড়ি টাকা।