কেয়ারগিভার পেশা, দেশেই সম্মানজনক উপাজর্নের সেরা উপায় (ভিডিও)

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ২০:৫৩
বৃদ্ধ, অসুস্থ আর বিশেষ চাহিদা সম্পন্নদের সেবা দিতে কেয়ারগিভারদের চাহিদা বাড়ছে দিনকে। তুলনামূলক নতুন পেশার মতো শোনালেও, একজন দক্ষ কেয়ারগিভারদের দেশেই রয়েছে বহুমুখী কর্মসংস্থানের সুযোগ। দেশের হাজারো সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়গনস্টিক সেন্টার, নার্সিং হোম, ফিজিওথেরাপি সেন্টার, আশ্রয়কেন্দ্র, পুর্নবাসান কেন্দ্র, ঔল্ডহোমসহ বিভিন্ন স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানে দক্ষ ও নবীন কেয়ারগিভারদের চাহিদা রয়েছে। তাছাড়া ব্যক্তিপর্যায়ে দেশের স্বচ্ছল পরিবারগুলো বৃদ্ধদের সেবাদানের জন্যও কেয়ারগিভারদের চাহিদা প্রচুর এমনটাই বলছেন কেয়ারগিভার প্রশিক্ষণখাতের বিশিষ্টজনেরা।