যেসব ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়ে আছে অল্প খরচে মানসম্মত উচ্চশিক্ষা (ভিডিও)

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০১:৩৩
বিদেশে পড়াশোনা যে কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন। আর তা যদি হয় অল্প খরচে, তাহলে হয়তো আগ্রহী হতো অনেকে। মানসম্মত শিক্ষার সাথে উন্নত, স্বস্তির জীবন। তাহলে চটজলদি সব গুছিয়ে নিয়ে হয়তো পাড়ি জমাতে চাইবেন আপনিও। এশিয়া, ইউরোপের কিছু দেশে অল্প খরচে পড়ার এমন সুযোগ আছে। বেশ ভালো শতাংশ ছাড়ের পরও আর্থিক সংকুলান না হলে আছে স্কলারশিপের ব্যবস্থা। এতে টিউশন ফিসহ থাকা-খাওয়ার খরচ অনেকটাই পুষিয়ে নেওয়া যায়। চলুন জেনে নিই কোন সে দেশগুলো…