Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কাতারে চালু হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক রেললাইন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৬:৫১

কাতারে চালু হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক রেললাইন

কাতারে শুরু হতে যাচ্ছে এক ঐতিহাসিক রেল প্রকল্প- দেশটির প্রথম আন্তঃদেশীয় রেললাইন, যা সরাসরি সংযুক্ত করবে সৌদি আরবসহ পুরো উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) অঞ্চলের সঙ্গে। এই রেললাইন শুধু কাতারের ভৌগোলিক সংযোগই নয়, বরং অর্থনীতি, পর্যটন ও আঞ্চলিক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করবে। সিএন ট্রাভেলার মিডলইস্ট এ তথ্য জানিয়েছে।

এই রেলপথের মাধ্যমে কাতার থেকে সরাসরি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও ওমান পর্যন্ত যাতায়াত সম্ভব হবে। এতে করে যাত্রী ও পণ্য পরিবহন হবে আরো দ্রুত, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। বিশেষজ্ঞদের মতে, এই রেললাইন চালু হলে উপসাগরীয় অঞ্চলে ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময় বহুগুণে বাড়বে।

রেললাইনটি কাতারের রাজধানী দোহা থেকে শুরু হয়ে সৌদি সীমান্ত অতিক্রম করবে এবং পরবর্তী সময়ে অন্যান্য জিসিসি দেশের সঙ্গে যুক্ত হবে। এটি হবে উচ্চগতির রেলপথ, যেখানে আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যাত্রীদের জন্য থাকবে আরামদায়ক আসন, দ্রুত যাত্রা এবং আন্তর্জাতিক মানের সেবা।

এই প্রকল্পটি কাতারের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ, যার লক্ষ্য হলো দেশকে একটি টেকসই, বহুমুখী অর্থনীতির দিকে এগিয়ে নেওয়া। রেলপথ নির্মাণের ফলে কাতারের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থাও আরো উন্নত হবে এবং রাজধানী দোহা থেকে দেশের অন্যান্য অংশে যাতায়াত সহজ হবে।

এই রেললাইন শুধু কাতার নয়, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি GCC দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব, সহযোগিতা এবং আঞ্চলিক সংহতির প্রতীক হয়ে উঠবে। একই সঙ্গে এটি পরিবেশবান্ধব যাতায়াতের একটি মডেল হিসেবেও বিবেচিত হবে, কারণ এতে গাড়ি ও বিমানের ওপর নির্ভরতা কমবে এবং কার্বন নিঃসরণ হ্রাস পাবে।

পর্যটকদের জন্যও এটি একটি বড় সুখবর। এখন সহজেই কাতার থেকে সৌদি আরবের ঐতিহাসিক স্থান, দুবাইয়ের আধুনিক শহর কিংবা ওমানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে এক ট্রেন যাত্রায়।

এই রেল প্রকল্পের মাধ্যমে কাতার প্রমাণ করছে তারা শুধু গ্যাস ও ফুটবলের দেশ নয়, বরং আধুনিক অবকাঠামো ও আঞ্চলিক নেতৃত্বেও তারা এগিয়ে যাচ্ছে দৃঢ় পদক্ষেপে। 

Logo