Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাইয়ের গ্লোবাল ভিলেজে লটারির পুরস্কার ১ কোটি দিরহাম!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৯:২২

দুবাইয়ের গ্লোবাল ভিলেজে লটারির পুরস্কার ১ কোটি দিরহাম!

দুবাইয়ের জনপ্রিয় পারিবারিক বিনোদন কেন্দ্র গ্লোবাল ভিলেজ আজ থেকে নতুন মৌসুমে যাত্রা শুরু করেছে। এবারের উদ্বোধনী উপলক্ষে দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ- প্রথম ১০ দিনের মধ্যে একবার বিনামূল্যে প্রবেশ করা যাবে।

সংযুক্ত আরব আমিরাতের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স (GDRFA) এবার ‘সিজন ৩০’ নামে একটি বিশেষ স্ট্যাম্প চালু করেছে, যা নতুন আগত যাত্রীদের ভিসা ও পাসপোর্টে দেওয়া হচ্ছে। এই স্ট্যাম্প যদি আপনার পাসপোর্টে প্রবেশের স্ট্যাম্পের সঙ্গে থাকে, তাহলে আপনি গ্লোবাল ভিলেজে একবার ফ্রি প্রবেশের সুযোগ পাবেন।

গ্লোবাল ভিলেজে রয়েছে

- লাইভ পারফরম্যান্স

- বিশ্বজুড়ে জনপ্রিয় খাবারের স্টল

- সব বয়সী দর্শকদের জন্য গেমস ও বিনোদন

- বিভিন্ন দেশের সাংস্কৃতিক প্যাভিলিয়ন

পূর্ববর্তী মৌসুমগুলোতে এখানে দেখা গেছে, খেজুর, সামুরাই তলোয়ার, কোরিয়ান স্কিনকেয়ার, এমনকি রামেন তৈরির লাইভ কিয়স্কও। এবারের আয়োজন আরো বড়, আরো বৈচিত্র্যময়।

এই মৌসুমে গ্লোবাল ভিলেজ ‘ড্রিম দুবাই’-এর সঙ্গে যৌথভাবে ‘শপ অ্যান্ড উইন’ ক্যাম্পেইন চালু করেছে। এতে রয়েছে সাপ্তাহিক, দ্বি-সাপ্তাহিক, মাসিক ও ত্রৈমাসিক পুরস্কার। সর্বোচ্চ পুরস্কার ১ কোটি দিরহাম

উদ্বোধনী দিন থেকেই প্রতিটি প্রবেশ টিকিট একটি র‍্যাফেল এন্ট্রি হিসেবে গণ্য হবে। অর্থাৎ, আপনি শুধু ভিলেজে প্রবেশ করলেন না, বরং পুরস্কার জেতার সুযোগও পেলেন। র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হবে প্রতি বৃহস্পতিবার রাতে গ্লোবাল ভিলেজের মেইন স্টেজে।

Logo