Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মক্কা ও মদিনায় সৌদি পর্যটন মন্ত্রণালয়ের নতুন অফিস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৯:২১

মক্কা ও মদিনায় সৌদি পর্যটন মন্ত্রণালয়ের নতুন অফিস

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় মক্কা ও মদিনা অঞ্চলে নতুন অফিস চালু করেছে, যার লক্ষ্য হলো হজ ও পর্যটনসেবায় গুণগত মান নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের সহায়তা প্রদান। সৌদি প্রেস এজেন্সির (SPA) তথ্য অনুযায়ী, এই উদ্যোগ পর্যটন ব্যবস্থাপনায় আরো সমন্বিত ও দক্ষ কাঠামো গড়ে তুলবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল-রাসাসিমাহ জানান, নতুন অফিসগুলো পর্যটন খাতের নিয়মিত পরিদর্শন, আইনগত মানদণ্ড অনুসরণ, সেবার মান উন্নয়ন, সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় এবং বিনিয়োগকারীদের সহায়তায় কাজ করবে। এতে করে হজযাত্রী ও সাধারণ পর্যটকদের অভিজ্ঞতা আরো উন্নত হবে।

এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে মদিনা অঞ্চলে কর্মসংস্থানের ১১ শতাংশই পর্যটন খাত থেকে এসেছে, যা এই খাতের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে। মদিনা চেম্বার অব কমার্সের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষ প্রান্তিকে মদিনায় হোটেল খাতে সর্বোচ্চ আবাসন হার রেকর্ড করা হয়েছে। সেবাদানকারী অ্যাপার্টমেন্টগুলোর আবাসন হার ছিল ৪৮.৭ শতাংশ।

পর্যটকদের গড় অবস্থানকাল বিবেচনায় মদিনা মক্কার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে একজন পর্যটক গড়ে চার রাত অবস্থান করেন। এই প্রবণতা সৌদি ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার লক্ষ্য হলো পর্যটন ও আতিথেয়তা খাতকে টেকসই অর্থনৈতিক খাতে রূপান্তর করা এবং বৈচিত্র্যময় কর্মসংস্থান সৃষ্টি করা।

বিশ্লেষকরা মনে করছেন, নতুন অফিস চালুর মাধ্যমে সৌদি সরকার পর্যটন খাতে আরো কাঠামোগত উন্নয়ন আনতে চায়। এটি শুধু ধর্মীয় পর্যটন নয়, বরং সাধারণ পর্যটকদের জন্যও সেবার মান বাড়াবে এবং আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে সহায়ক হবে।

এই উদ্যোগ সৌদি আরবের পর্যটন খাতকে আরো গতিশীল ও প্রতিযোগিতামূলক করে তুলবে, যা দেশের অর্থনৈতিক বৈচিত্র্য ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Logo