
২০২৫ সালের প্রথম আট মাসে মালয়েশিয়ায় পর্যটক আগমন ১৪.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮.২৪ মিলিয়নে। ২০২৪ সালের একই সময়ে পর্যটক সংখ্যা ছিল ২৪.৬৭ মিলিয়ন। চলতি বছরের এই বৃদ্ধির পেছনে রয়েছে মালয়েশিয়ার ভিসা নীতি সহজ করা, উন্নত বিমান সংযোগ এবং পর্যটন প্রচারণা কার্যক্রম।
মালয়েশিয়ায় সবচেয়ে বেশি পর্যটক এসেছে সিঙ্গাপুর থেকে, প্রায় ১১.৭৮ মিলিয়ন। এরপর রয়েছে ইন্দোনেশিয়া (২.৪৬ মিলিয়ন), থাইল্যান্ড (১.৭৩ মিলিয়ন), চীন (১.৪৭ মিলিয়ন) এবং ভারত (৭.৪৩ লাখ)। এই পাঁচটি দেশ মিলিয়ে মোট পর্যটকের প্রায় ৬০ শতাংশ।
চীন ও ভারতের পর্যটকদের জন্য ভিসামুক্ত প্রবেশের সুযোগ দেওয়ায় আগমন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মালয়েশিয়া সরকার জানিয়েছে, এই নীতির ফলে পর্যটন আয়ও বেড়েছে।
পর্যটন আয় ও লক্ষ্য ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত পর্যটন খাতে আয় হয়েছে ৯৪.৫ বিলিয়ন রিংগিত (প্রায় ২০.২ বিলিয়ন ডলার)। সরকার ২০২৫ সালের জন্য মোট ২৭.৫ বিলিয়ন ডলার আয় এবং ৩৫ মিলিয়ন পর্যটক আগমনের লক্ষ্য নির্ধারণ করেছে।
মালয়েশিয়া সরকার “Visit Malaysia 2026” ক্যাম্পেইনের প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে দেশটির সংস্কৃতি, প্রকৃতি, খাবার এবং উৎসবকে বিশ্বদরবারে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। এছাড়া নতুন রুটে বিমান সংযোগ, স্মার্ট ভিসা ব্যবস্থা এবং পর্যটন নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়ার পর্যটন খাত মহামারির ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে। ভিসা সহজীকরণ, বিমান সংযোগ এবং প্রচারণা কার্যক্রম এই বৃদ্ধির মূল চালিকাশক্তি।
তথ্যসূত্র: দ্য নিউ স্ট্রেইট টাইমস